নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ভিনদেশী কবিদের নিয়ে এক ভিন্ন ঘরানার কবিতার আসর বসতে চলেছে অভিনেতা-পরিচালক অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তাঁর সঙ্গে এই উদ্যোগে শামিল চন্দ্রজিৎ চ্যাটার্জি৷
এই ভার্চুয়াল কবিতার আসরে অংশগ্রহণ করবেন সিরিয়ার কবিরা। মূলত সিরিয়ার সমসাময়িক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এই উদ্যোগের মধ্য দিয়ে- জানান অনিন্দ্য।
অনিন্দ্যর কথায় আমাদের প্রস্তাবে সিরিয়ার কবিরা বেশ উৎসাহিত হয়েছেন। তাঁরা নিজেদের বক্তব্য মোবাইলে ভিডিও করে পাঠাতে শুরু করেছেন ইতিমধ্যেই। পাঠাচ্ছেন নিজেদের কবিতা পাঠ।
এই ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেবেন
Dr. Saleh Razzouk- Story writer , translator, critic , proffesor of University of Aleppo, Syria, Amineh Abou Kerech- award winning young poet from Syria, presently in Oxfordshire, Linda abd al baki- eminent poet and publisher from Syria, Furat Esbir- poet.
আরও পড়ুনঃ আশা অডিও আয়োজিত ডিজিটাল লাইভ মিউজিক কনসার্টে মহালক্ষ্মী আইয়ার
স্বেচ্ছাসেবী সংস্থা ‘মৃত্তিকা’র সঙ্গে অনিন্দ্যর এই যৌথ উদ্যোগের নাম ‘আন্দোলন হোক’। ১ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে ‘আন্দোলন হোক’। সিরিয়ার অবস্থা আজ নিদারুণ সংকটে। সেই সংকটের কথা মাথায় রেখেই এহেন অনন্য উদ্যোগ অনিন্দ্যর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584