রানির সঙ্গে হিন্দি ছবিতে অনির্বাণ

0
227

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অসীমা চিব্বার পরিচালিত হিন্দি ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রানি মুখোপাধ্যায়কে। এই ঘোষণা হয়ে গেছে অনেকদিন আগেই। তবে, কানাঘুষো শোনা যাচ্ছে যে এই ছবিতে থাকতে পারেন টলিউডের ক্রাশ অনির্বাণ ভট্টাচার্যও।একজন মায়ের সমগ্র দেশের বিরুদ্ধে লড়াইয়ের গল্প ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

rani mukerji | newsfront.coসূত্রের খবর অনুযায়ী, রানি মুখোপাধ্যায়ের মতে, এটি তাঁর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি হতে চলেছে। এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নাকি প্রস্তাব দেওয়া হয়েছে অনির্বাণ ভট্টাচার্যকে। ছবির শুটিং হবে দেশের বাইরে। ছবিতে অনির্বাণ সত্যিই থাকছেন কিনা তা এখনও স্পষ্ট নয় অবশ্য। প্রযোজনা সংস্থার তরফেও রানি মুখোপাধ্যায় ছাড়া আর কারা রয়েছেন তা জানা যায়নি এখনও।

actor anirban | newsfront.coআরও পড়ুনঃ সন্তানসম্ভবা নুসরত

তবে যদি সত্যিই অনির্বাণ এই ছবিতে থাকেন তা হলে বলতেই হবে, অনির্বাণের কেরিয়ারে এটি বাড়তি গ্ল্যামার যোগ করবে । অনির্বাণ অভিনীত ‘ঈগলের চোখ’, ‘উমা’, ‘শাহজাহান রিজেন্সি’, ‘গুমনামী’, ‘ভিঞ্চি দা’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘ড্রাকুলা স্যার’, ‘বিবাহ অভিযান’এর মতো ছবিতে তাঁর অভিনয় বিশেষ নজর কেড়েছে। এবার অন্য ভাষায় নিজেকে প্রমাণ করার পালা, যদি তাঁর বলিউডে পা রাখার খবরটা পোক্ত হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here