নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
‘ভূমিকন্যা’ ধারাবাহিক চলাকালীন দুজনের কেমেস্ট্রি জমে হয়েছিল জমজমাট। অনেকে তাঁদের এই কেমেস্ট্রিকে বাস্তবের প্রেম ধরে নিয়েও শুরু করেন কানাঘুষো। তাঁরা নাকি ডেট করছেন, এমন কথাও বলেছেন অনেকে। কিন্তু সেই সব কথাকে জাস্ট তুড়ি মেরে উড়িয়ে মজা লুটেছেন দুজনেই। দুজনে দুজনের কাজে মুগ্ধ বরাবর।
যে যা-ই বলুক না কেন, দুজনেই দুজনের রিয়েল লাইফ পার্টনার নিয়ে বেজায় খুশি তা প্রমাণিত। অনির্বাণ বিয়ে করেছেন দীর্ঘদিনের বন্ধু মধুরিমা গোস্বামীকে আর সোহিনী সুখী তাঁর বিশেষ বন্ধু রণজয় বিষ্ণুকে নিয়ে। দুজনে ছুটিও কাটাচ্ছেন পাহাড়ের কোলে।
আরও পড়ুনঃ ক্যালেন্ডারে সৌমিত্র চট্টোপাধ্যায়
এই মুহূর্তের জবর খবর যেটা, সেটা হল ওয়েব সিরিজ পরিচালনায় পা রাখছেন অনির্বাণ ভট্টাচার্য। আর তাতে অভিনয় করবেন সোহিনী সরকার। হইচই-এর ওয়েব সিরিজ শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর অ্যাডাপ্টেশন ‘মন্দার’-এ লেডি ম্যাকবেথের আদলে তৈরি লাইলার চরিত্রে দেখা যাবে সোহিনীকে।
আরও পড়ুনঃ ওয়েবে অভিষেক মল্লিকার
মন্দারের চরিত্রে দেখা যাবে ‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’র প্রাক্তনী দেবাশিস মণ্ডলকে৷ মেদিনীপুরের প্রেক্ষাপটে সাজানো হচ্ছে গল্প। তাজপুর ও তার আশেপাশের হবে শুটিং।
হইচই-এর ‘মানভঞ্জন’ সিরিজে এর আগে জুটি বাঁধতে দেখা গেছে অনির্বাণ ও সোহিনীকে। দুজনের কেমেস্ট্রিতে বরাবরই মুগ্ধ দর্শককূল। এবারও তার ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা করা যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584