চক্ষু, দেহদানের অঙ্গীকার তেইশ বছরের অনির্বাণের

0
66

নিজস্ব সংবাদদাতা, হুগলিঃ

নিজের দেহ ও চক্ষু দান করতে এগিয়ে এসেছে সিঙ্গুরের বাসিন্দা অনির্বাণ।এক অভিনব উদ্যোগে নিজেকে সামিল করেছে এই বছর ২৩-র যুবকটি ৷ এত অল্পবয়সেই নিজের দেহ ও চক্ষু দান করতে এগিয়ে এসেছে সিঙ্গুরের এই যুবক ৷

Anirban | newsfront.co
অনির্বাণ ৷ নিজস্ব চিত্র

তার এই উদ্যোগের কারণ জিজ্ঞাসা করা হলে উত্তর দেয় অনির্বাণ,”মৃত্যুর পর আমার এই শরীরটা না পুড়িয়ে দিয়ে, সেই শরীরের অঙ্গ যদি কাউকে দেওয়া হয় তাহলে কিছু মানুষের জীবন অন্তত বাঁচবে। তাই আমার এই উদ্যোগ”।

আরও পড়ুনঃ লাভপুরে তারাশঙ্করের বৈঠক ভবনের নব রূপায়ণ

সে এটাও বলে, তার দুই চক্ষু মৃত্যুর পর দৃষ্টিহীনদের দিতে চেয়েছে এবং তার শরীর মেডিক্যাল কলেজে ছাত্র-ছাত্রীদের জন্য দান করতে চলেছে৷ শরীরের বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস, হার্ট, লিভার, কিডনি এই অঙ্গগুলো মেডিক্যাল ছাত্র- ছাত্রীদের পড়াশোনার কাজে লাগবে ৷

আরও পড়ুনঃ শিলিগুড়ির মহিলা টোটো চালকের ভূমিকা প্রশংসিত উপরাষ্ট্রপতির টুইট বার্তায়

অবশেষে নবীন প্রজন্মের জন্য অনির্বাণের বার্তা ,”মুত্যুর পর নিজের শরীর না পুড়িয়ে দিয়ে সেই শরীরের কিছু অঙ্গ যেমন চক্ষু, দেহ যদি মানুষকে দেওয়া যায়, তাহলে কিছু মানুষ নতুন জীবন ফিরে পাবে।”

অনির্বাণের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে অনেক মানুষ, খুশি হয়েছেন নিজের পরিবার থেকে সিঙ্গুরবাসী অনেকেই । এত অল্প বয়সে তার এই ভাবনা নতুন প্রজন্মকে যে অন্যরকম ভাবে ভাবতে শেখাবে সে বিষয়ে কোন সন্দেহ নেই ৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here