বিয়ে করছেন অনির্বাণ

0
227

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

অভিনেতার শীলমোহর পাওয়ার পর অনেকেরই ক্রাশ তিনি। কিন্তু সকলের আগে তিনি যার ক্রাশ হয়েছেন তাঁর সঙ্গেই কাগজে কলমে বিয়ে সারতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য।

Madhurima Anirban | newsfront.co
মধুরিমা-অর্নিবাণ

নাট্যদুনিয়ার বন্ধু মধুরিমা গোস্বামীর সঙ্গে আগামী ২৬ নভেম্বর রেজিস্ট্রি ম্যারেজ সারছেন অভিনেতা৷ রেজিস্ট্রি হবে সল্টলেকের ‘ন্যাশনাল মাইম ইন্সটিটিউট’-এ। প্রখ্যাত মাইম শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর মেয়ে মধুরিমা।

সূত্রের খবর অনুযায়ী, অনির্বাণ এবং মধুরিমা ‘হাতিবাগান সঙ্ঘারাম’ দলে নাটক করেছেন দীর্ঘদিন। তখন থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব।

আরও পড়ুনঃ কাশ্মীর প্রীতিকে বইবন্দি করলেন অভিনেতা ভাস্বর

২৭ নভেম্বর স্বল্প অতিথি সমাবেশে সামাজিক বিয়ে সারবেন অনির্বাণ-মধুরিমা। প্রসঙ্গত, এতদিন ইন্ডাস্ট্রির কোন অভিনেত্রীর সঙ্গে তাঁর রিয়েল কেমেস্ট্রি রয়েছে বা থাকতে পারে বলে অনুমানের উপর ভর করে নানা কথায় মুখর হয়েছেন অনেকেই।

আরও পড়ুনঃ নজরুলের গানে নারী জাগরণের বার্তা দিলেন সুস্মিতা আনিস এবং অর্ণব

কিন্তু মুখে টুঁ শব্দটি করেননি অনির্বাণ, চুপ থেকেছেন। হবু জীবনসঙ্গীর নাম ভুলেও উচ্চারণ করেননি। সবটাই রেখেছেন ব্যক্তিগত৷ প্রেমিকার সঙ্গে তাঁর একান্ত ব্যক্তিগত ওঠাবসা আমজনতার মুঠোফোনে বন্দি হোক তা সম্ভবত চাননি অভিনেতা। তাই এই নীরবতা। হয়ত এরই নাম ভালোবাসা৷ রইল শুভকামনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here