হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের দ্বিতীয় আনিসা সুলতানা, ইচ্ছে ডাক্তার হওয়ার

0
134

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

এবছরের মাধ্যমিকের মাদ্রাসা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছেন দেবকুন্ডু শেখ রাজ্জাক মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা ছাত্রী আনিসা সুলতানা।

Anisa Sultana
আনিসা সুলতানা। নিজস্ব চিত্র

সেই খবর ছড়িয়ে পড়তেই চারিদিক থেকে আসছে শুভেচ্ছা ও সংবর্ধনা। মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে রেজাল্ট প্রকাশের দিনই তাকে সংবর্ধনা দেওয়া হয়। তারপর থেকে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে এনজিও সংস্থার পক্ষ থেকেও তাঁকে সংবর্ধনা জানানো হয়েছে।

Congratualate to Anisa
আনিসাকে সংবর্ধনা। নিজস্ব চিত্র

আজ মুর্শিদাবাদ শিক্ষাদপ্তরের পক্ষ থেকে তার বাড়িতে এসে ফুলের তোড়া, মিষ্টি দিয়ে আনিসাকে সংবর্ধনা জানানো হল। আর একসঙ্গে এত উপঢৌকন পেয়ে খুশিতে আপ্লুত আনিসা। তিনি ভবিষ্যতে আরও বড় কিছু করার পরিকল্পনা করছেন।

আরও পড়ুনঃ হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে তৃতীয় মুর্শিদাবাদের সারিফা

এদিন সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, আরো ভালো করে পড়াশুনা করে বড় হয়ে সে ডাক্তার হওয়ার হতে চায়। শুধু পড়াশুনায় নয় তার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে নেতৃত্ব দেওয়ার দিকেও দারুন পারদর্শী এই ছাত্রী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here