ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের ৪ পরিযায়ী শ্রমিকের

0
90

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

রাজমিস্ত্রিদের আঁতুড়ঘর নবাবের জেলা বলা হয় মুর্শিদাবাদকে। আর সেই মুর্শিদাবাদের কয়েকজন রাজমিস্ত্রি তাদের পেটের টানে নির্মাণ কাজ করতে গিয়েছিল মুম্বাই। গতকাল নির্মাণ কাজ করবার সময় অসাবধানবশত বহুতল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় চারজন পরিযায়ী শ্রমিকের।

Migrant workers death
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদের নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসায় শোকের ছায়া নেমে আসে মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর ও খড়গ্রাম থানা এলাকা জুড়ে।

মুম্বাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের নাম পুলিশ জানিয়েছে তারা হলেন ভারন মন্ডল (৩৫), অভিনাশ দাস (৩০), লক্ষ্মণ মণ্ডল (৩৪)। এরা তিনজনেই মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুরের বাসিন্দা। অন্যদিকে, চিন্ময় কোনাই (৩০) মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানা এলাকার বাসিন্দা। এই চারজনের মৃত্যুর ঘটনায় স্বভাবত শোকের ছায়া মুর্শিদাবাদের কান্দি মহকুমা জুড়ে।

আরও পড়ুনঃ ডোমকল পুরসভার বুথ সভাপতির উপর দুষ্কৃতী হামলা

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।অসাবধানবশত নির্মাণ কাজ করতে গিয়েই কি এই চারজনের মর্মান্তিক মৃত্যু নাকি এর পিছনে লুকিয়ে আছে বড় কোনো রহস্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here