শীতলকুচিতে ভোটের লাইনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন প্রথমবারের ভোটার

0
78

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

রাজ্যে চতুর্থ দফার ভোটগ্রহণ চলাকালীন এক তরুণ ভোটারের প্রাণ গেল গুলিবিদ্ধ হয়ে। জানা গিয়েছে মৃত তরুণের বয়স মাত্র ১৮, প্রথম বারের ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে। পোলিং বুথের কাছেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। মৃত তরুণ আনন্দ বর্মন তাদের কর্মী ছিলেন বলে দাবি করেছে বিজেপি ও তৃণমূল দুই দলই।

Police force | newsfront.co

সকাল থেকেই উত্তপ্ত শীতলকুচি, দফায় দফায় বিজেপি-তৃণমূল সংঘর্ষ লাগে পাগলাপীর এলাকায়। এরপর উত্তেজনা ছড়ায় পাঠানপুলি এলাকায়। মৃত আনন্দ বর্মনের পরিবার সূত্রে বলা হয়েছে, জীবনে প্রথবার ভোট দেওয়ার উত্তেজনায় সকাল সকাল বুথে পৌঁছে যান ১৮ বছরের আনন্দ। বুথের কাছেই গুলি করা হয় তাঁকে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি আনন্দ তাঁদের সক্রিয় কর্মী ছিলেন।

আরও পড়ুনঃ চতুর্থ দফার ভোটের আগের রাতেও অব্যাহত রাজ্য পুলিশে বদলি

গত কয়েকদিন ধরেই এলাকায় সন্ত্রাস চালাচ্ছিল তৃণমূল। কয়েকদিন আগে শীতলকুচিতে হামলা হয় বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ওপরেও। বিজেপির দাবি পরিকল্পিতভাবে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল। আবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা নাটাবাড়ির তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন আনন্দ বর্মণ তাঁদের কর্মী। বিজেপির হার্মাদরা তাকে গুলি করে খুন করেছে।

আরও পড়ুনঃ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মুম্বাই ডিসিপি-র মানহানি মামলা খারিজ করল আদালত

তাঁর দাবি জেলা জুড়ে মানুষকে ভয় দেখাতে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। ঘটনার পরই এলাকায় টহলদারি শুরু করেছে কমব্যাট ফোর্স। গ্রামবাসীদের সঙ্গে বচসা বাধে কেন্দ্রীয় বাহিনীর। আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম হয়েছেন এক পুলিশকর্মীও। আরেক স্থানীয় বাসিন্দা দুলু মিঁয়াও গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।গোটা ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে কমিশন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here