নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দারিদ্রতার সাথে লড়াই করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো সাফল্য পেল ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগান গাড়ি লাইনের মেয়ে অঞ্জলী এক্কা । বাবা ১৯ বছর আগে মারা গেছেন। মা মঞ্জু এক্কা দলগাঁও চা বাগানে কাজ করেন। কখনও কখনও কাজ জোটে না। দাদা আনন্দ এক্কা সেও পড়াশোনা করে।
দাদাকেও শ্রমিকের কাজ করে পড়াশোনার জন্য টাকা অর্জন করতে হয়। মোট তিন জনের সংসার। পরিবারে চা বাগানের কোন স্থায়ী কাজ নেই। ফলে সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর অবস্থা। সংসারে মায়ের বোঝা কমানোর জন্য এবং নিজের পড়াশোনার খরচ চালানোর জন্য অঞ্জলীকে উচ্চ-মাধ্যমিক পাঠরত অবস্থাতেও চা বাগানে ছোকরার কাজে যেত হত। অঞ্জলী ডিমডিমা সেন্ট মাড়িয়া গোরেথি গার্লস উচ্চ বিদ্যালয় থেকে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৷
৪৩৮ নম্বর পেয়ে সাফল্য লাভ করেছে সে। এদিন অঞ্জলী জানান, প্রতি দিন প্রায় ৮ ঘন্টা পড়াশোনা করত। পড়াশোনার টাকা অর্জন করার জন্য বাগানে ছোকরার কাজে যেত সে । অঞ্জলী ভবিষ্যতে হিন্দি বিষয়ে অনার্স নিয়ে পড়তে চায়। ভালো পড়াশোনা করে সে ভবিষ্যতে প্রফেসর হতে চায় । কিন্তু ভালো সাফল্য পাওয়ার পরও চিন্তায় অঞ্জলীর মা । কারণ আর্থিক অবস্থা ভালো নেই ।
আরও পড়ুনঃ মেদিনীপুরে মাটিতে সৃষ্টি প্রকল্পের উদ্বোধনে অতিরিক্ত জেলা শাসক
কাজে না গেলে খাবার টুকু জোটে না। বৃহস্পতিবার দলগাঁও অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অঞ্জলীকে ফুলের তোড়া ও মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয় । এদিন ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলিপুরদুয়ার জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, দলগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ খাড়িয়া, দলগাঁও গ্রাম পঞ্চায়েত অঞ্চল সভাপতি জেরম বাড়া প্রমুখ।
এদিন দলগাঁও গ্রাম পঞ্চায়েত প্রধান আনন্দ খাড়িয়া জানান, “অঞ্জলীর এই সাফল্য সত্যি প্রশংসনীয়। তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অঞ্জলীর কলেজে পড়ার ভর্তির ফি ও বইপত্রের অর্থ দেওয়া হবে বলে তিনি জানান। আমরা অঞ্জলী ও তার পরিবারের পাশে সব সময় রয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584