মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্বটাও যে বেশ ভালোভাবেই সামলে নেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, তা আর বলার অপেক্ষা রাখে না। পরিচালনায় তাঁর আগ্রহ এবং উৎসাহ রয়েছে বরাবরই। একথা অস্বীকার করা যায় না। তাই একের পর এক ভিন্ন স্বাদের ছবি তৈরি করেছেন পরমব্রত। এবার ফের ভিন্ন স্বাদের নতুন বাংলা ছবি নিয়ে শীঘ্রই দর্শকের দরবারে হাজির হতে চলেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর পরিচালনাতেই আসছে ‘অ্যান্টিডোট’। এর আগে সোনার পাহাড়, অভিযান, বনি’র মতো বেশ কয়েকটি ছবি পরিচালনা করেছেন পরমব্রত।
পরমব্রত পরিচালিত ছবি ‘অ্যান্টিডোট’-এর মূল গল্প এক অসহায় বাবা ও ছেলেকে কেন্দ্র করে। নিজের সন্তানকে বাঁচানোর তাগিদে অ্যান্টিডোটের খোঁজে ছুটে চলেছেন এক অসহায় বাবা। এই ছবিতে উঠে আসবে সেই বাবার অসহায়ত্বের চিত্র। একই সঙ্গে পুলিশ ও কয়েকজন অসাধু ফার্মাসিউটিক্যাল মাফিয়ার সঙ্গে জীবন বাজি রেখে জেতার যে লড়াই, সেই লড়াইয়ের চিত্রটাও উঠবে আসবে এই ছবিতে।
পরিচালনার পাশাপাশি ছবিতে খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ছবির প্লটলাইন বলছে এটা আদ্যপান্ত থ্রিলারধর্মী একটি ছবি। ‘অ্যান্টিডোট’-এ মুখ্যচরিত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বিগত বেশ কয়েক বছর ধরেই নিজেদের ভাঙছেন এই দুই তারকা।
আরও পড়ুনঃ ‘হামি ২’-র শুটিং শুরু হবে ডিসেম্বরে
অঙ্কুশ-শুভশ্রী আগেও জুটি বেঁধেছেন, তবে এ ধারার ছবিতে এই প্রথম। ‘অ্যান্টিডোট’ ছবিটি প্রযোজনার দায়িত্ব একা হাতে সামলেছেন রক্তিম চট্টোপাধ্যায়। প্রযোজনা সংস্থা হিসেবে দেখা যাবে নেক্সজেন ভেঞ্চার অ্যান্ড রোডশো ফিল্মসকে। ছবির স্টোরি কনসেপ্টের দায়িত্ব নিয়েছিলেন অরিত্র সেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584