পাভেলের ছবিতে অঙ্কুশ, তারকা তালিকায় বড় চমক

0
241

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘বাবার নাম গান্ধীজি’, ‘রসগোল্লা’, ‘অসুর’-এর পর এবার ‘মন খারাপ’ বানাচ্ছেন পরিচালক পাভেল। ১৯ জুলাই থেকে শুরু হবে ছবির শুটিং। টাটকা এই খবরটি নিজের সোশ্যালে জানিয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরা।

Ankush Hazra
অঙ্কুশ হাজরা। ছবি সৌজন্যেঃ ফেসবুক

অঙ্কুশ নিজের পোস্টে লিখেছেন – “এই প্রথমবার অসম্ভব প্রতিভাবান পরিচালক পাভেলের সঙ্গে কাজ করছি। একইসঙ্গে আমি এক্সাইটেড এবং ভীত এই কারণে, আমি যাদের সঙ্গে পর্দায় কাজ করতে চলেছি তাঁরা প্রত্যেকেই খুব দক্ষ এবং দাপুটে অভিনেতা। আশা করি আমাদের #মনখারাপ আপনাদের মন ভালো করে দেবে।”

Pavel Bhattacharjee
পাভেল ভট্টাচার্য, পরিচালক

আরও পড়ুনঃ আসছে চারটি নতুন ধারাবাহিক, একটিতে অ্যান্টাগনিস্ট হিসেবে অঞ্জনা বসু

এই ছবিতে অঙ্কুশ ছাড়াও অভিনয় করছেন বিদীপ্তা চক্রবর্তী, ঋদ্ধি সেন, কৌশিক সেন, অপরাজিতা আঢ্য।
প্রসঙ্গত, ‘বাচ্চা শ্বশুর’, ‘বাওয়াল’, ‘সোনার পাহাড়’-এর চিত্রনাট্যও লিখেছেন পাভেল ভট্টাচার্য।

Mon Kharap
ছবি সৌজন্যেঃ ফেসবুক

ছবিগুলি দর্শকের মন কেড়েছে। ‘রসগোল্লা’র জনপ্রিয়তার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর এবার ‘মনখারাপ’। ছবির নাম এরকম কেন তা জানা যাবে ছবিটি দেখলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here