পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী আজ তার নিজ বাসভবনে গোল ঘরে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের নিয়ে এক বৈঠক করেন। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মেহতাব চৌধুরী, টাউন সভাপতি গঙ্গেস দে সরকার সহ বিভিন্ন অঞ্চলের অঞ্চল কমিটি ও নেতৃত্বরা।
আজ সাংবাদিক সম্মেলন করে আব্দুল করিম চৌধুরী জানান। আগামী ৬ তারিখ এনআরসি, সিএএ ও এনপিআর-এর বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কর্মসূচি গ্রহণ করেছেন এবং তারই পরিপ্রেক্ষিতে ইসলামপুর বিধানসভাতে আগামী ৬ তারিখ মানববন্ধন কর্মসূচি ও মৌন মিছিল অনুষ্ঠিত হবে ইসলামপুর বিধানসভা জুড়ে। ইসলামপুর শহরে ৬ তারিখে বিকেলে মৌন মিছিল অনুষ্ঠিত হবে ইসলামপুর শহরজুড়ে। মিটিং-এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।
তিনি বলেন আগামী ৬ তারিখে যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালকেও চিঠি দেওয়া হবে। গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির সদস্যদেরকেও চিঠি দেওয়া হবে এই আন্দোলনে যোগদান করার জন্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584