পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে অবৈধ নির্মাণ বা বিপদজনক কোন নির্মাণ থাকলেই তা ভেঙে দেওয়া হবে বলে জানালেন কাউন্সিলার প্রাণ গোপাল সাহা। তিনি এও জানিয়েছেন যে কেউ যদি কোন খবরও দেয় এবং আমাদের কাছে ইনফরমেশন না থাকে খবরের ভিত্তিতে আমরা গিয়ে সেই অভিযান চালাবো বলে জানিয়েছেন।
তিনি আরও বলেন যে সাম্প্রতিক ঘটে যাওয়া দুই জন শ্রমিকের মৃত্যুর ফলে পৌরসভা আর বসে থাকবে না এবং এখন থেকে বিপদজনক নির্মাণ দেখলেই বা অবৈধ নির্মাণ দেখলেই তারা ভেঙে গুঁড়িয়ে দেবে।
তার এমনই দৃশ্য দেখা গেল ইসলামপুর পশু হাসপাতালে বাইরের দেওয়াল, যা বিপজ্জনক হয়ে পড়েছিল তা ভাঙার কাজ শুরু করেছে জেসিপি লাগিয়ে। সেই বিপজ্জনক দেওয়াল রাস্তার মধ্যে পড়ে গেলে যে কোন সময় বিপদ ঘটতে পারতো বলে জানান প্রাণ গোপাল বাবু এবং সেই জন্যই এই দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে ।
আরও পড়ুনঃগ্রাহকদের টাকা তছরুপের অভিযোগ পোস্টমাস্টারের বিরুদ্ধে
রঞ্জন সাহা এলাকার বাসিন্দা তিনি জানান যে এই অভিযান আরও আগে করা উচিত ছিল তবে এই অভিযান হচ্ছে বলে খুব খুশি বলে তিনি জানান এবং এর ফলে যে বিপজ্জনক অবস্থায় দেওয়ালটি ছিল তা ভেঙে ফেলার জন্য পৌরসভাকে তিনি ধন্যবাদও জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584