ক্যারাটে শিক্ষার্থীদের বাৎসরিক বেল্ট প্রদান পরীক্ষা শিবির

0
81

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

Annual belt provide camp of karate students
নিজস্ব চিত্র

রবিবার মাদারিহাট ক্যারাটে ডু অ্যাকাডেমির পরিচালনায় ব্লকের বিভিন্ন স্তরের ক্যারাটে শিক্ষার্থীদের বাৎসরিক বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হল মাদারিহাট মিলন পাঠাগার কমিউনিটি হলে।

এদিন মাদারিহাট সহ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বিভাগে বালক বালিকা মিলিয়ে মোট ১৭৮ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সেনসাই রাকেশ সরকার,রাজেশ হরিজন,কৌশিক রায় ।

আরও পড়ুনঃ আমের শহরে বাজার দখল করছে দক্ষিন ভারতের আম

Annual belt provide camp of karate students
নিজস্ব চিত্র

এছাড়া ক্যারাটে অ্যাকাডেমির পক্ষ থেকে বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের খাদা পরিয়ে সম্মান জানান উদ্যোক্তা সেনসি প্রভাস বড়গাঁও (4 ডান) জানান,”বাৎসরিক বেল্ট পরীক্ষায় ৪ থেকে ২০ বছরের বালক বালিকারা অংশ নিয়েছে।এছাড়া আত্মরক্ষার জন্য বালক বালিকাদের মধ্যে ক্যারাটে শেখার ঝোঁক ক্রমশঃ বাড়ছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here