নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
নিজেদের বার্ষিক অনুষ্ঠানে নজর কাড়লো ডিএভি স্কুল। মেদিনীপুর শহরের অন্যতম ইংরেজি মাধ্যম স্কুল ডিএভি পাবলিক স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ হল প্রদ্যুৎ স্মৃতি সদনে।
দুটি পর্বে সারাদিন ধরে নানা সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেয় বিদ্যালয়ের পড়ুয়ারা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রিন্সিপাল বনমালী বিশওয়াল।
শ্রী বিশওয়াল তাঁর বক্তব্যে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে ডিএভির বহুমুখী কর্মকাণ্ডর কথা তুলে ধরেন।প্রাতঃকালীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদরের মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেদিনীপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান অমর্ত্যানন্দজী মহারাজ। এই পর্বে আবৃত্তি, সঙ্গীত, নৃত্য সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জুনিয়র ক্লাসের ছাত্র-ছাত্রীরা। দ্বিতীয় পর্বের বৈকালিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.রঞ্জন চক্রবর্তী। ড. চক্রবর্তী তাঁর বক্তব্যে ডিএভি স্কুলের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে ডি কলেজের অধ্যক্ষ দুলাল চন্দ্র দাস, হলদিয়া ডিএভি স্কুলের অধ্যক্ষ এন পি দত্ত, বিশিষ্ট সমাজসেবী বজরঙলাল আগরওয়াল, বিশিষ্ট আইনজীবী শ্যামলেন্দু মাইতি, সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা, কবি নির্মাল্য মুখোপাধ্যায়, সাহিত্যিক বিদ্যুৎ পাল, শিক্ষক সুদীপ কুমার খাঁড়াসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকগণ।
সান্ধ্যকালীন অনুষ্ঠানে বিভিন্ন প্রাদেশিক নৃত্যের মাধ্যমে উপস্থিত দর্শকদের মন ভরিয়ে দেয় ছাত্র-ছাত্রীরা। এই পর্বের বিশেষ আকর্ষণ হলো হেমন্ত মুখোপাধ্যায় স্মরণে বিশেষ উপস্থাপনা।
আরও পড়ুনঃগম্ভীরা গানের মাধ্যমে শিশু সচেতনতা অভিযান মালদহে
এদিনের অনুষ্ঠানে শিক্ষা-ক্রীড়া-সংস্কৃতি ক্ষেত্রে জাতীয়, রাজ্য ও বিদ্যালয় স্তরে সফল কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন টিচার-ইন-চার্জ টি কে সন্নিগ্রাহী। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী, অভিভাবক-অভিভাবিকা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় বার্ষিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানান, বিদ্যালয়ের শিক্ষিকা তথা অ্যাক্টিভিটি ইনচার্জ সোমা চট্টরাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584