শ্যামল রায়,বর্ধমানঃ
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ষষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার বুদবুদে।বুদবুদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির জেলা সম্পাদক তপন পোড়েল,জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর,বিধায়ক অলোক মাঝি,বিশ্বনাথ চক্রবর্তী সহ অনেকে।
বিধায়ক অলোক মাঝি বলেন যে শিক্ষকরা ছাত্রছাত্রী গড়ার কারিগর যেমন তেমনি সমাজের মানুষ শিক্ষকদের অনেকটাই বিশ্বাস করে থাকে আজও।তাই উন্নয়নমুখী কাজকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষকদের যথেষ্ট ভূমিকা থাকা দরকার বলে মনে করেন তিনি।
মোঃ আবু বক্কর বলেন যে রাজ্য সরকারের একাধিক সরকারি প্রকল্প গুলো শিক্ষকদের মাধ্যমেই প্রচার আরো বেশি বেশি করে হতে পারে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরো বলেন যে বাম আমলে শিক্ষকরা ঠিক সময়ে বেতন পেতেন না বিদ্যালয় পরিকাঠামোর উন্নতি ছিল না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বিভিন্ন বিদ্যালয়ের উন্নয়নে উদ্যোগ গ্রহণ করেছে এবং ছাত্রছাত্রীদের নানাবিধ সমস্যার সমাধান করার জন্য নানাবিধ প্রকল্পের সূচনা করেছেন যা প্রশংসার দাবি রাখে।শতাধিক শিক্ষক শিক্ষিকা এই বার্ষিক সম্মেলনে উপস্থিত হয়েছিলেন।
আরও পড়ুনঃ পূর্বস্থলীতে ভাদু পুজো ঘিরে উদ্দীপনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584