পাঁশকুড়ায় গ্রামীণ ডাক্তারদের সম্মেলন

0
67

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

দ্বারিবেড়া প্রোগ্রেসিভ মেডিক্যাল প্র্যাকটিশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া প্রতাপপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এই দিন কয়েকশ গ্রামীণ ডাক্তার এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

doctors | newsfront.co
সম্মেলন ৷ নিজস্ব চিত্র

এই দিন এই সম্মেলনের সভাপতি ডাক্তার অজিত সামন্ত বলেন-” গ্রামীণ চিকিৎসকরা অর্থের কথা চিন্তা না করে মানুষের সেবায় নিজেদের দিনরাত নিয়োজিত করে রেখেছে। অথচ এই গ্রামীণ ডাক্তারবাবুরা আজ অবহেলিত ও অপমানিত। তারা তাদের প্রাপ্য সম্মানটুকু সমাজের কাছে পায় না। তাদেরকে হেনস্থা হতে হয় অনেক রকম ভাবে আজকের দিনে এখন পাস করা ডাক্তারদের কাছে।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

করোনার সময় পাশ করা ডাক্তাররা মানুষের বাড়িতে বাড়িতে না থাকলেও গ্রামীণ ডাক্তাররা পাশে ছিল। তাই আমরা চাই আগামী দিনে আমাদের এই অপমানিত বোধ যেন না হতে হয় এবং আমরা প্রকৃত ডাক্তারের সম্মান যেন পেতে পারি তার দাবি গুলি যেন রাখা হয় ৷”

পাশাপাশি তিনি আরও বলেন, “এই দাবিগুলোর মধ্যে অনেকগুলি দাবি ইতিমধ্যেই মানা হয়েছে, তার জন্য আগামী বিধানসভা নির্বাচনে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসতে পারেন তার জন্য আপ্রাণ চেষ্টা করব আমরা ৷”

আরও পড়ুনঃ ‘পশ্চিমবঙ্গ না যেন বাংলাদেশ হয়ে যায়’, হলদিয়ার হনুমানজির মন্দিরে আশঙ্কা প্রকাশ শুভেন্দুর

এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম বিধানসভার বিধায়ক ফিরোজা বিবি, পাঁশকুড়া পুরসভার পুর প্রধান নন্দকুমার মিশ্র সহ একাধিক অতিথিবৃন্দ।এইদিন পাঁশকুড়া পুরসভার পুর প্রধান নন্দকুমার মিশ্র বলেন “আমাদের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তার প্রতিটি প্রকল্প মানুষের কাজের জন্য।সত্যি কথা বলতে আমরা অসময়ে পাশ করা ডাক্তার দের পাশে না পেলে ও গ্রামীণ ডাক্তারদের পাশে পাই।

আমি আজকেএই সম্মেলনে এসে ওনাদের সমস্যাগুলি শুনলাম এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সমস্যার বিষয়গুলো পাঠাবো এবং এটা নিশ্চিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্যার সমাধান অতি শীঘ্রই করবেন।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here