ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:-
মালদহের কালিয়াচকের সৈয়দপুরের শেখ পাড়ার বাসিন্দা আফরাজুল খানের রাজস্থানের পৈশাচিক খুনের সঙ্গে লাভ জিহাদের কোনও সম্পর্ক নেই । উদয়পুরের ইনস্পেকটর জেনারেল আনন্দ শ্রীবাস্তবের বক্তব্য এটাই প্রমাণ করে।তিনি বিবিসি হিন্দিকে জানিয়েছেন যে”আমরা জেনেছি শম্ভু লালের পরিবারের কারুর ভিন্ন ধর্মে বিয়ে হয়নি।”
পুলিশ কর্মকর্তা আনন্দ শ্রীবাস্তব জানিয়েছেন যে, অভিযুক্ত ব্যক্তি শোস্যাল মিডিয়ায় বেশ কিছু ”ঘৃণা উস্কে দেওয়া” ভিডিও শেয়ার করেছে।পুলিশ কর্মকর্তা আরও বলেন যে, হামলাকারী এবং নিহত দুই ব্যক্তির মধ্যে শত্রুতার কোন ইতিহাস নেই।
নিহত ব্যক্তির নাম মোহম্মদ আফরাজুল এবং সে পশ্চিমবঙ্গ থেকে সেখানে কাজ করতে যাওয়া এক দিনমজুর। রাজস্থানের উদয়পুর শহরে গত দশ বছরের উপর ওই ব্যক্তি কাজ করছে।
”আমরা জেনেছি শম্ভুলালের পরিবারের কারোর ভিন্ন ধর্মে বিয়ে হয়নি। এই ভিডিওগুলোতে সে ঘৃণা ছড়ানো বিবৃতি দিয়েছে।”বলেই তাঁর বক্তব্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584