হজরত মহাম্মদের জীবনাদর্শ নিয়ে ধর্মীয় সভাতেও মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের দাবী

0
66

ভাস্কর ঘোষ, জঙ্গিপুর, ৭ ডিসেম্বরঃ-

বুধবার রাতে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুলিয়ানের লোহারপুর মাদ্রাসাসার নিকট এক আম বাগানে রসুলুল্লাহ (সঃ) -র জীবনাদর্শণ নিয়ে একটি ধর্মীয় সভা অনুষ্ঠিত হল।

এদিনের অনুষ্ঠানে ‘রসুলুল্লাহ সঃ জীবনাদর্শণ প্রতিটি সময়ের জন্য প্রযোজ্য’ এই শিরোনাম নিয়ে আলোচনা করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক ডঃ মিনারুল শেখ, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের রাজ্য সভাপতি মৌলানা মিনারুল সাহেব, লোহারপুর মাদ্রাসার শিক্ষক মৌলানা নুরুল হক, নুর মহম্মদ কলেজের প্রফেসর মৌলানা হাবিবুল্লাহ প্রমুখ ব্যাক্তিত্ব।
পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক ডঃ মিনারুল শেখ বলেন, রসুল (সঃ) -কে পাঠানো হয়েছিল মানবতার মুক্তির পথ দেখাতে। আমরা রসুল সঃ -র আদর্শ না মেনে চলার জন্য মুসলিমরা বিশ্বে নিজেদের মধ্যে এত হানাহানি শুরু করেছে। তাই আমাদের সকেলেরই উচিত রসুল (সঃ) -র আদর্শকে মেনে চলা। রসুল (সঃ)- র আদর্শই হল একমাত্র পথ।
তিনি আরও বলেন, আমাদের নবী সাহেব শিক্ষাকে খুবই গুরত্ব দিয়েছেন। অথচ আমাদের দুর্ভাগ্য যে মুর্শিদাবাদ জেলাতে একটিও বিশ্ববিদ্যালয় নেই। যেখানে প্রায় ৮০ লক্ষ মানুষ বসবাস করেন।

এই প্রশ্ন সবার

অবিলম্বে মুর্শিদাবাদে একটি পূর্নাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি জানান মিনারুল বাবু। ৬ ডিসেম্বরের বাবরি মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা করে অবিলম্ব বাবরি মসজিদ পুনরায় নির্মানের দাবিও জানিয়েছেন তিনি।
ইমাম সংগঠন সূত্রে জানা গিয়েছে, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের উদ্যোগে ২০ ডিসেম্বর পর্যন্ত “রসুলুল্লাহ (সঃ) -র জীবনাদর্শ প্রতিটি সময়ের জন্য প্রযোয্য ” এই শিরোনামেই সাড়া দেখে প্রচার চালানো হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here