শ্যামল রায়,কালনাঃ
পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কালনা উত্তর চক্রের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো।কালনার সিমলন অন্নপূর্ণা কালী মন্দির প্রাঙ্গনে সম্মেলনে তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।তৃণমূল শিক্ষক সংগঠনের এই সম্মেলনের উদ্বোধন করেন রাজ্যের অন্যতম মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ।উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দেবাশীষ নাগ এবং শিক্ষক নেতা মহম্মদ আবু বক্কর,জেলা সভাপতি তপন পোড়েল সহ অনেকে।তৃণমূল শিক্ষক সংগঠনের কালনা উত্তর চক্রের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছে যে “শিক্ষকদের আরো সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে কারণ শিক্ষকরা যেমন ছাত্র গড়ার কারিগর তেমনি সমাজের সামাজিক দায়বদ্ধতায় শিক্ষকদের ব্যাপক ভূমিকা রয়েছে।
সরকার বদলে সাথে সাথে শিক্ষকদের নানাবিধ সমস্যার সমাধান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বতন সরকার মাস মাইনে দিতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন তাই শিক্ষকরা নিয়মিত বেতন পেতেন না কিন্তু আমাদের সরকার আসার পর থেকে শিক্ষকদের মাস মাইনে বেতন এবং বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামো যথেষ্ট উন্নয়ন হয়েছে।”তাই সরকারি প্রকল্পের কথা ও শিক্ষকদের প্রচার এর একটা জায়গায় আনা আবশ্যক বলে মনে করেন স্বপন দেবনাথ। সামনেই লোকসভা নির্বাচন তাই শিক্ষকদের শিক্ষকতা এবং ছাত্রছাত্রীদের পঠন-পাঠনের সমস্ত দিক বজায় রেখে কিছুটা সময় উন্নয়নের পক্ষে শামিল হতে আহ্বান করেন শিক্ষকদের।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে তৃণমূলের আলোচনা সভা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584