স্বর-আবৃত্তি,মেদিনীপুরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “উৎসারিত আলো”

0
204

নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুরঃ

Annual cultural program of Midnapur
নিজস্ব চিত্র

কবিতার অণুরণনে মুখরিত হলো পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের প্রেক্ষাগৃহ,শহীদ প্রদ‍্যোৎ স্মৃতি সদন। আবেগ ও মননে মাতৃভাষা এই আপ্তবাক্যটি হৃদয়ে রেখে স্বর-আবৃত্তি,মেদিনীপুরের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান “উৎসারিত আলো ” রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত মেদিনীপুর শহরের প্রদ্যোৎ স্মৃতি সদনে l কবিতা, আবৃত্তি,কবিতার মঞ্চায়ন-সবকিছু নিয়ে প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণl অনুষ্ঠানের প্রথমে ছিল সংস্কৃতে স্তোত্রপাঠ l পাঁচ বছরের খুদে শিল্পী থেকে শুরু করে ৫০ বছর বয়সের আবৃত্তি শিল্পীদের উদাত্ত কণ্ঠে শুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণ মনে করিয়ে দিল গুরুকুল শিক্ষার কথা l উক্ত অনুষ্ঠানে নদী ও পাখি বিষয়ক আলেখ্য দুটি ছিল অনবদ্য l

Annual cultural program of Midnapur
নিজস্ব চিত্র

বাংলার ভূত বিষয়ক আলেখ্যটি অভিনবত্বের দাবি রাখে। তৃতীয় ধারার থিয়েটারের মত দর্শকের আসন থেকে যখন ভূতেরা উঠে আসে তখন চারিদিকে অলৌকিক পরিবেশ তৈরি হয়। মঞ্চসজ্জা দৃশ্যায়নে অভিনবত্বের প্রকাশ ছিল পরতে পরতে l একেবারে খুদে শিল্পীরা ছন্দের দোলায় মাতিয়ে রেখেছিল গোটা মঞ্চ l রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শ্রীজাত এর কবিতায় সবসময় প্রাণবন্ত হয়েছে মঞ্চ l মেদিনীপুরের বিপ্লবী শীর্ষক আলেখ্যে মেদিনীপুরের মাটির গন্ধ মিশে ছিল lঅনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল কলকাতার স্বনামধন্য আবৃত্তিকার মুনমুন মুখোপাধ্যায় ,জয়ন্ত ঘোষ ও প্রীতিশেখরের আবৃত্তিl অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামীশুভকরানন্দ মহারাজও মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী মায়াধীশানন্দ মহারাজ lসংগীত পরিবেশন করেছিলেন রথীন দাস,শুভঙ্কর দাস আলোকবরণ মাইতি, অনিন্দ্য সেন ,তনুমন দাস, আশিস সরকার lনৃত্য পরিচালনায় ছিলেন স্বস্তি মুখার্জী,রাজীব খান, ঈশিতা চ্যাটার্জী , নবনীতা বোস, নন্দিতা সরকার ও সুস্মিতা মন্ডল l অনুষ্ঠানে মণীষা বসু, কুমারেশ দে, পলি পাহাড়ী’ র কবিতা ও নির্মাল্য মুখোপাধ্যায় এর সংযোজন নজর কাড়ে। সুকৃত, সমৃদ্ধি প্রাঞ্জলি ,সৃজিতা ,অরুন্ধুতির সঞ্চালনা প্রানবন্ত ছিল।

Annual cultural program of Midnapur
নিজস্ব চিত্র

অনুষ্ঠানের শেষে ছিল কবিতার মঞ্চায়ন। সারা প্রেক্ষাগৃহ জুড়ে সকলের একটাই কথা ‘এখনই অন্ধ বন্ধ করোনা পাখা’ । সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনায় থাকা স্বর-আবৃত্তি র কর্নধার শুভদীপ বসু বলেন “আবৃত্তি নিয়ে আমাদের এই পরীক্ষামূলক কাজ সকলের ভালো লেগেছে এটাই আমাদের পাওনা”।
অনুষ্ঠানে দোসর পত্রিকা ও কবিতাস্কোপের সিডি ‘আমরাচলি সমুখপানে’ প্রকাশিত হয় ।

Annual cultural program of Midnapur
নিজস্ব চিত্র

আরও পড়ুন: পুলিশের উদ্যোগে অভিনব সুভাষ জয়ন্তী উদযাপন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here