নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জঙ্গল মহলের বিভিন্ন জেলার মানুষের রোজনামচা ও জঙ্গলমহলের সংস্কৃতি নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গল মহল উদ্যোগের কেন্দ্রীয় কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। ‘একত্রে’ ১৮৬ এ, কালিকাপুর ক্যানেল রোড,(ই.এম বাইপাস সংলগ্ন), কলকাতাতে জঙ্গল মহল উদ্যোগের ৫ম বার্ষিক সাধারণ সভায় বিভিন্ন জেলার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১ম পর্বে বেলা ১০টা থেকে
“জঙ্গল মহল উদ্যোগ এর মিশন ও ভিশন ” বিষয়ক আলোচনার সূত্রপাত করেন সংস্থার কার্যকরী সভাপতি সুরজিৎ সেনগুপ্ত। জঙ্গল মহল উদ্যোগ এর লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা এবং দুর্বলতাগুলি তুলে ধরেন সংস্থার অন্যতম সহ সভাপতি শঙ্কর প্রসাদ পাল। সংস্থার কাজের অভিমূখ ও দিশা নিয়ে আলোকপাত করেন বিশ্বনাথ মাহাত, নির্মল বাড়ি, স্বপন সেনগুপ্ত, লক্ষী পাল, ডঃ রত্না পাল, পার্থ ভৌমিক, সব্যসাচী চ্যাটার্জি প্রমূখ ব্যক্তিগণ। সভাপতিমন্ডলীর পক্ষে ডঃ মধুপ দে জঙ্গল মহলের সভ্যতার ইতিহাস ও সুপ্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরসুরী হিসাবে জঙ্গল মহল উদ্যোগ এর লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে সবাইকে একসাথে এগিয়ে এসে হাতে হাত মিলিয়ে কাজ করতে আহ্বান জানান।

২য় পর্বে মধ্যাহ্ন ভোজনের বিরতির পর দুপুর তিনটায় বার্ষিক সাধারণ সভা শুরু হয়।শঙ্কর প্রসাদ পাল, ডঃমধুপ দে, সুরজিৎ সেনগুপ্ত ও মৃণাল সাঁজোয়াল কে নিয়ে সভাপতি মন্ডলী গঠিত হয়।
আরও পড়ুনঃ ‘লোধা শবর সমাজ’-এর জেলা কমিটি গঠনের প্রস্তুতি

এরপর ২০১৮-১৯ সালের সম্পাদকীয় প্রতিবেদন সভায় পাঠ করেন বিদায়ী সম্পাদক প্রিয়ব্রত বেরা। আয়-ব্যয়ের হিসাব পেশ করেন কোষাধ্যক্ষ অমলেশ আচার্য। আলোচনার পর প্রতিবেদন ও হিসাব অনুমোদিত হয়। তারপর বিদায়ী কমিটির পক্ষে ২০১৯-২০ বছরের জন্য একটি কমিটির খসড়া তালিকা সভায় পেশ করেন সুরজিৎ সেনগুপ্ত মহাশয়।

আলোচনান্তে শ্রী নলিনী বেরা সভাপতি, সুরজিৎ সেনগুপ্ত কার্যকরী সভাপতি, প্রিয়ব্রত বেরা সাধারন সম্পাদক ও অমলেশ আচার্য কে কোষাধ্যক্ষ করে একটি ২৩জনের কার্যকরী কমিটি গঠিত হয়। নব নির্বাচিত সম্পাদক প্রিয়ব্রত বেরা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। এরপর সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন শঙ্কর প্রসাদ পাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584