নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৯ তম বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলন অনুষ্ঠিত হল গত ২৩ এবং ২৪ নভেম্বর দুই দিন ধরে। অ্যাসোসিয়েশনের নিজস্ব সভাকক্ষ বিজন ভট্টাচার্য স্মৃতি সভাগৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৩ নভেম্বর দুপুর আড়াইটে নাগাদ এই অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক সুদীপ্ত পোড়েল এবং বিশিষ্ট শিক্ষক সুনীতি কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে ‘বর্তমান পরিস্থিতি ও সংবাদমাধ্যম এখন’ বিষয়ের উপর একটি সেমিনার হয়। সেমিনারে বিভিন্ন বক্তারা বর্তমান সময়ে সংবাদ মাধ্যমের সমস্যা এবং আর্থসামাজিক-রাজনৈতিক পরিস্থিতিতে সংবাদমাধ্যমের ভূমিকার উপর আলোকপাত করেন।

এ দিনের অনুষ্ঠানে মুর্শিদাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকাও প্রকাশিত হয়।

২৪ নভেম্বর সকাল ১০ টা থেকে সাংবাদিক সংঘের সদস্যদের উপস্থিতিতে শুরু হয় সম্মেলনের কাজ। এ দিনের সম্মেলন থেকে মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সংঘের নতুন কমিটি নির্বাচিত হয়। অন্যদিকে ‘ঝড়’ পত্রিকার পরিচালক চন্দ্রপ্রকাশ সরকার সভাপতি এবং ‘বোধোদয়’ পত্রিকার সম্পাদক বিপ্লব বিশ্বাস সম্পাদক হিসাবে নির্বাচিত হন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584