কানাই হাজরা, বহরমপুর, মুর্শিদাবাদ:
রামকৃষ্ণ মিশনের প্রথম বিদ্যালয় -সারগাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়-এলাকা তথা পশ্চিমবঙ্গের অহংকার।
গতকাল 14 ই জুলাই ছিল এই বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান । অনুষ্ঠিত হয় আশ্রমের পূর্বে অবস্থিত বিবেকানন্দ প্রেক্ষাগৃহে ।
আশ্রমের মনোরম পরিবেশে এই অনুষ্ঠানের সূচনা হয় এবং স্কুলের ছাত্র শিক্ষক মন্ডলীর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও বর্ণময় হয়ে ওঠে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট চলচিত্র পরিচালক শ্রী প্রদীপ্ত ভট্টাচার্য মহাশয় এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক ও বাচিক শিল্পী মাননীয় শ্রী অরিন্দম গুপ্ত মহাশয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন বিভাগে কৃতি ছাত্রদের পুরস্কৃত করা হয়।
যারা পুরষ্কৃত হয় তারা ফিরে যায় অনাবিল আনন্দ উপভোগ করতে করতে। বাকীরা পায় সফলতার অনুপ্রেরণা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584