আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা মধুবাণী’র বার্ষিক অনুষ্ঠান

0
197

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

এক হৃদয়গ্রাহী সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করলেন বিবেকানন্দ হলের দর্শকরা।মেদিনীপুর শহরের পরিচিত আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা মধুবাণীর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার।এদিন সন্ধ্যায় মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীতেশ হোড়।

নিজস্ব চিত্র

অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান সংস্থার অধ‍্যক্ষা সুদীপ্তা চক্রবর্তী (মিশ্র)। অনুষ্ঠানের মুখ‍্য আকর্ষণ ছিল অতিথি হিসেবে উপস্থিত প্রখ‍্যাত কবি,আবৃত্তিকার ও অভিনেতা দেবেশ ঠাকুরের একক আবৃত্তি উপস্থাপনা।জনপ্রিয় বাচিক শিল্পী দেবাশীষ চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তী মিশ্র কর্তৃক উপস্থাপিত হাসির শ্রুতি নাটক “দশসই দ্রৌপদী” উপস্থিত সকলের মন জয় করে নেয়।একক, দ্বৈত ও সমবেত আবৃত্তির মধ‍্য দিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয় শতাধিক কচিকাঁচা থেকে শুরু করে সংস্থার বড়রা। শিক্ষার্থীরা পরিবেশন করে শ্রুতিনাটক”কি গেরো”।এদিন সংস্থার পত্রিকা “উদবর্তী” প্রকাশ করেন মেদিনীপুর কলেজের সর্বজন শ্রদ্ধেয় ইতিহাসের প্রাক্তন অধ‍্যাপক বিশ্বনাথ দে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী জয়ন্ত সাহা,হায়দার আলি,অধ্যাপক সত‍্যরঞ্জন ঘোষ,বিশ্বজিৎ সেন,আবৃত্তিকার অমিয় পাল, মালবিকা পাল,সাহিত্যিক বিদ‍্যুৎ পাল, সংস্কৃতিপ্রেমী লক্ষণ চন্দ্র ওঝা,রমা প্রসাদ গিরি, অণিতা বসু,জয়ন্ত মন্ডল প্রমুখ।

নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন মেদিনীপুর বাচিক শিল্পী সংসদের সদস্য-সদস‍্যাগণ।এছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুরের আবৃত্তি সহ সংস্কৃতির অন‍্যান‍্য ক্ষেত্রের গুণীজনেরা।গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন দুই প্রতিশ্রুতিমান বাচিক শিল্পী বৃষ্টি মুখোপাধ্যায় ও মৈথিলী ঘোষ। দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহে গোটা অনুষ্ঠানটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান সংস্থার অধ‍্যক্ষা সুদীপ্তা চক্রবর্তী মিশ্র।

আরও পড়ুনঃ হেডমাস্টার্স কনসিলিয়ামের অষ্টম বার্ষিক সম্মেলন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here