নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের জলঙ্গী ব্লকের ফরিদপুর হাইস্কুলের উচ্চমাধ্যমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল বৃহস্পতিবার। ফরিদপুর স্কুলের প্রধান শিক্ষক ইকবাল হোসেনের নেতৃত্বে স্কুল ছাত্রছাত্রী ও সহকারি শিক্ষকদের সহযোগিতায় এই খেলা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ টোটোপাড়ায় সিভিক্স অ্যাকশন প্রোগ্রামে এসএসবি-র সোলার পথবাতি প্রদান
এদিন স্কুলের মাঠে জাতীয় সঙ্গীত এবং মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। এদিন মোট চল্লিশটা ইভেন্ট ছিল। এদের মধ্যে উল্লেখ্য, ১০০ মিটার, ২০০ মিটার ও ৫০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, আলু দৌড়, অঙ্ক দৌড়, মার্বেল দৌড় ইত্যাদি।
খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন স্কুলের শিক্ষক ও উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ।
এদিনের খেলায় উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন সহকারি প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, ফরিদপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মাইনুল ইসলাম। এদিন খেলার মাঠে ছাত্রছাত্রীদের সঙ্গে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584