মনিরুল হক, কোচবিহারঃ
অসুস্থতা কাটিয়ে শেষ পর্যন্ত কোচবিহারে প্রাথমিকের ক্রীড়া কর্মসূচিতে উপস্থিত হলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের পরিচালনায় ও তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় প্রাথমিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষাকেন্দ্রের ছাত্রছাত্রীদের নিয়ে ৩৮ তম জেলা পর্যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দেওচড়াই উচ্চ বিদ্যালয় ময়দানে। এই ক্রীড়া কর্মসূচীতে উদ্ধোধন করেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
অন্যদের মধ্যে এখানে উপস্থিত ছিলেন জেলাশাসক পবন কার্ডিয়ান সহ প্রমুখ।
আরও পড়ুনঃনিরাপত্তা জোরদার করতে রক্ষীদের প্রশিক্ষণ হাসপাতালে
এদিন কোচবিহার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন কল্যাণী পোদ্দার জানান, জেলাভিত্তিক এই প্রতিযোগিতায় ১২ টি ব্লক ও ১টি পৌরসভার মোট ৩৬৪ জন প্রতিযোগিতা ২৮ টি বিষয়ের উপরে খেলায় অংশ নেয়। এখানে সফল প্রতিযোগীরা রাজ্য পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে জানিয়েছেন কল্যাণী দেবী। আগামী ২১ ও ২২ ডিসেম্বর কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে সাই ক্যাম্পে এই প্রতিযোগীতা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584