নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে অষ্টম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তী অনুষ্ঠান আয়োজিত হলো।দুদিন যাবৎ চলা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান পুলিশের পুরুষ ও মহিলাদের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে জাঁকজমকভাবে শেষ হলো।ঝাড়গ্রাম শহরের ১ নং ওয়ার্ড কদমকাননে অবস্থিত জেলা পুলিশের ক্রীড়াপ্রাঙ্গনে আয়োজিত হয় বিভিন্ন ধরনের ইভেন্ট।সেখানে পুলিশের সব স্তরের অংশগ্রহন ছিল চোখে পড়ার মত।শুরু হয় এ এস আই দের ২০০ মিটার দৌড় প্রতিযোগিতার মাধ্যমে।পরের পর চলতে থাকে ১০০ মিটার, ২০০ মিটার, ৮০০ মিটার দৌড়,জ্যাভেলিন থ্রো,সট পাট,মহিলা পুলিশের মিউজিক্যাল চেয়ার থেকে শুরু করে একের পর এক ইভেন্ট।তবে এর মধ্যেও অভিনবত্বের ছোঁয়া ছিল চোখে পড়ার মত।
আরও পড়ুনঃ দেউলী সুধীর হাইস্কুলের পুরস্কার বিতরণী সভা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
উচ্চপদস্থ আধিকারিকদের জন্য ছিল ক্রিকেট বল দিয়ে উইকেট হিটিং,নির্দিষ্ট রেঞ্জ থেকে বলকে হিট করে হোলে ঢোকানো,সি আর পি এফ ও জেলা পুলিশের মধ্যে দড়ি টানাটানি খেলা এছাড়া আরও কত কি।শেষে জয়ী প্রতিযোগিদের পুরস্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজ্য পুলিশের আইজি রাজীব মিশ্র, জেলা পুলিশের আরক্ষাধ্যক্ষ অরিজিত সিনহা সহ একাধিক উচ্চপদস্থ পুলিশের আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584