শ্যামল রায়,কালনাঃ
বৃহস্পতিবার কালনা মহকুমা প্রাথমিক নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা সমূহের ছাত্র-ছাত্রীদের ৩৮ তম শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের অন্যতম মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক স্বপন দেবনাথ।উপস্থিত ছিলেন সাংসদ সুনীল মণ্ডল,শ্রাবণী পাল,তপন পোড়েল, আবু বক্কর,প্রিয়ব্রত বন্দ্যোপাধ্যায়,দিলীপ মল্লিক, সমষ্টি উন্নয়ন আধিকারিক নিতিশ বালা, পরিমল দেবনাথ,বিকাশ বসাক, দেবাশীষ নাগ প্রমুখ।
শ্রীরামপুর ইউনাইটেড উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জানা গিয়েছে যে এই মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১১৭ জন ছাত্র ১২৬ জন ছাত্রী অংশগ্রহণ করেছিল।মোট টি সার্কেল থেকে ছাত্রছাত্রীরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মহকুমা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।এই মহাকুমা ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন সফল অর্জনকারী প্রতিযোগিরা তারপর রাজ্যস্তরে খেলবে।শিক্ষা বিস্তারে পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে বলে উপস্থিত বক্তারা বক্তব্য রাখেন।
মন্ত্রী স্বপন দেবনাথ জানিয়েছেন যে বিগত দিনের থেকে আমাদের সরকারের আমলে পঠন-পাঠনের সাথে সাথে ছাত্রছাত্রীদের মধ্যে খেলাধুলার মানকে উন্নয়ন করতে সরকারের তরফ থেকে আর্থিক সহযোগিতা এবং বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে এবং অনেকটাই বাস্তবায়িত হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584