নিবেদিতা একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

0
66

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

annual sports competition of nivedita academy
নিজস্ব চিত্র

সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে নিবেদিতা একাডেমির ১৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়।নিবেদিতা একাডেমির ২৫০জন কচিকাঁচারা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার খেলাধুলার মধ্যে ছিল ছেলে ও মেয়েদের ৩০মিটার কালেকটিং বল দৌড়,৫০মিটার বিস্কুট দৌড়,৫০মিটার আলু দৌড়,৫০মিটার বল থ্রোয়িং,মুরগি দৌড়,স্কিপিং রেশ, হাই জাম্প,লং জাম্প।বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য বেশ কিছু খেলার ব্যবস্থা করা আছে,খেলার ব্যবস্থা করা হয়েছে একাডেমির আশিক্ষক কর্মীদের ও অভিভাবক অভিভাবিকাদের জন্যেও।বিদ্যালয়ের কর্নধার তথা ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসূন দাস জানান তাদের নিবেদিতা একাডেমির সমস্ত কচিকাঁচারা এই খেলায় অংশগ্রহন করেছে এই জন্য তিনি সবাইকে অভিনন্দন জানান।নিবেদিতা একাডেমির অধ্যক্ষ জীবেশ কুমার রক্ষিত বিদ্যালয়ের কর্নধার প্রসূন দাস সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

আরও পড়ুনঃ অনুমতিহীন দুগ্ধ প্রক্রিয়াকরণ কারবার বন্ধে উদ্যোগী প্রশাসন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here