সুদীপ পাল,বর্ধমানঃ
মানকর ইন্সটিটিউট অফ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। মহাবিদ্যালয়ের সম্পাদক ড. যোগজীবন গোস্বামী বলেন, শুধুমাত্র গ্রন্থমুখীনতায় শিক্ষা সম্পূর্ণ হয় না।
তাই প্রতিবছরের মতো এবছরও অত্যন্ত নিষ্ঠার সাথে এই আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সদ্যপ্রাক্তন বিদ্যালয় পরিদর্শক মুনমুন গোস্বামী সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা। মুনমুনদেবীও বর্তমান সমাজে ক্রীড়ার প্রাসঙ্গিকতা তুলে ধরেন।
আরও পড়ুনঃ চুয়াডাঙ্গা হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
ক্রীড়া শিক্ষক শঙখদীপ মুখার্জি জানান, প্রায় পনেরদিন ধরে এই প্রতিযোগিতা চলছে। ইন্ডোর গেমসের কয়েকটি ফাইনাল আগে হয়েছে। এদিন আউটডোর গেমসের খেলাগুলি অনুষ্ঠিত হয়। বিশেষত একক দক্ষতার খেলাগুলি আজ অনুষ্ঠিত হয়েছে।
একাধিক বিভাগের সমস্ত পুরস্কার প্রদান করা হয় এদিন। সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান সম্পূর্ণা পান। জাতীয় সঙ্গীতের মধ্যে আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্তি ঘোষণা করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584