সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
খুদে পড়ুয়াদের নিয়ে অভিনব চিন্তাভাবনা করল বন্ধন শিক্ষা কর্মসূচি। বন্ধনের লক্ষ্মীকান্তপুর অঞ্চলের করঞ্জলি শাখায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে ২০ টি স্কুলের ৬০০ জন খুদে পড়ুয়া। চার বছর ধরে খুদে পড়ুয়াদের নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় পথ চলা শুরু করে বন্ধন শিক্ষা।

বন্ধনের শিক্ষা কর্মসূচির মধ্য দিয়ে পিছিয়ে পড়া খুদেরা এগিয়ে চলেছে ভবিষ্যতের দিকে। করঞ্জলি শাখায় রয়েছে ৮৫ টি স্কুল । প্রতিটি স্কুলে রয়েছে ৩০ জন পড়ুয়া। কেজি থেকে ক্লাস থ্রি পর্যন্ত চলে পঠন-পাঠন । প্রতিটি স্কুলে রয়েছে একজন শিক্ষিকা। তাদেরকে নিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বন্ধন শিক্ষা কর্মসূচি।

আরও পড়ুনঃ কুমারগ্রামে আট দলীয় ক্রিকেট টুর্নামেট
এই কর্মসূচিতে রয়েছে আটটি ইভেন্ট। ১০০ মিটার বালক বালিকা দৌড় , বস্তা দৌড়, লাফ দৌড়, আলু দৌড়, গুলি চামচ, বল থ্রু, অঙ্কন দৌড়। পড়ুয়াদের পাশাপাশি শিক্ষিকাদের সঙ্গেও বন্ধনের কর্মীদের খেলা রয়েছে। চার বছর ধরে চলছে এই অনুষ্ঠান।

কুল্পি ব্লকের করঞ্জলি গ্রাম পঞ্চায়েতে অরুণোদয় সংঘের মাঠে একদিন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় ।
উপস্থিত ছিলেন করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের গ্রামসভার সদস্য প্রসেনজিৎ প্রামাণিক, বন্ধনের এরিয়া কোঅর্ডিনেটর জয়ন্ত কুমার বাইন, টিম লিডার বিপ্লব দাস, শিক্ষা ব্যবস্থাপক শুভ দাস, অরুপ দাস-সহ খুদে পড়ুয়াদের অবিভাবকরা। বন্ধন শিক্ষা কর্মসূচিতে খুশি অবিভাবকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584