শ্যামল রায়, পূর্বস্থলীঃ
শুক্রবার আই সি ডি এস প্রকল্পের পরিচালনায় কিশোরীদের জন্য প্রকল্প এবং কন্যাশ্রী সমন্বয়ের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমষ্টি উন্নয়ন আধিকারিক ময়দানে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন মহকুমাশাসক সুমন সৌরভ মহান্তি।
আরও পড়ুনঃ বাতিল হওয়া ইঞ্জিনে রেস্তোরাঁ, ঘুরে দেখলেন ম্যানেজার
উপস্থিত ছিলেন আইসিডিএস জেলা আধিকারিক পাপিয়া হালদার চট্টোপাধ্যায়, কোঅর্ডিনেটর শুভশ্রী চ্যাটার্জি, সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমিক বাগচী, ব্লক সিডিপিও অরিন্দম রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি সুতপা নাথ, সহ সভাপতি তপন চট্টোপাধ্যায়, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ব্লক আধিকারি সৌমেন চ্যাটার্জী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।
ব্লক সিডিপিও অরিন্দম রায় জানিয়েছেন যে, কিশোরীদের জন্য এদিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছিল দৌড়, দৌড় চামচ, দৌড় লেবু এবং একাধিক ইভেন্ট। দুই শতাধিক কিশোরী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584