নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
নতুন করে জেলায় ঢোকা পরিযায়ী শ্রমিকেরাই প্রশাসনের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বেঙ্গালুরু থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বিশেষ ট্রেন ফিরেছে মালদহে। এ বার অন্য রাজ্যগুলি থেকে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের নিয়ে আরও বিশেষ ট্রেন আসবে।
জানা গিয়েছে, ১৭ মে থেকে ১৫ জুন পর্যন্ত মালদহে আসবে ২৪টি বিশেষ ট্রেন। মালদহ ছাড়াও এই ট্রেনগুলিতে দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকেরা থাকবেন। যারা এসেছেন, এখনও তাদের সব লালারস পরীক্ষা করা সম্পূর্ণ হয়নি। নতুন করে শ্রমিক ঢুকতে শুরু করলে সমস্যা বাড়বে।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কের মধ্যে ডেঙ্গুর থাবা, আক্রান্ত ৩
স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, মালদহ মেডিক্যালের ভাইরোলজি ল্যাবে দু’হাজারের বেশি লালারসের নমুনা পরীক্ষার কাজ আটকে রয়েছে। সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা না করলে সমস্যা রয়েছে। একারণে শুক্রবার নতুন করে পরিযায়ী শ্রমিকদের লালারসের নমুনা নেওয়া হয়নি। তাঁদের শুধু থার্মাল স্ক্রিনিং করেই জেলার পঞ্চায়েতগুলির সরকারি কোয়রান্টিনে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584