নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
রাতের অন্ধকারে ফের গুলি চলল জামিয়ায়। মাত্র তিন দিনের ফারাকেই পুনরায় গুলি চালাল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের মতে, সিএএ-র প্রতিবাদে অবস্থান বিক্ষোভ হচ্ছিল যেখানে, সেখানে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা।
জানা গেছে, দুষ্কৃতীরা লাল স্কুটারে চড়ে এসেছিল।
একজন তাদের মধ্যে লাল জ্যাকেটও পরেছিল। জামিয়া কো-অর্ডিনেশন কমিটির তরফে জানানো হয়েছে, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে গুলি চালিয়েই পালিয়ে যায়।
#JUSTIN: Protest happening outside Jamia Nagar police station after locals alleged that two scooterists fired at Gate No.5 of Jamia Millia Islamia. Police verifying all the facts before taking any legal action. @IndianExpress, @ieDelhi pic.twitter.com/VYuf1SVSR5
— Mahender Singh (@mahendermanral) February 2, 2020
জাতীয় গণমাধ্যম সূত্রে খবর, রাত ১২.৩০ টা নাগাদ ঘটনাটি ঘটে। খুব স্বাভাবিকভাবেই বিক্ষোভকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। খবর পেয়ে জামিয়া নগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
#Update: Additional DCP (SouthEast) , @Kumar Gyanesh said, "We are taking the complaint and filing an FIR. Investigation is on."@IndianExpress, @ieDelhi
— Mahender Singh (@mahendermanral) February 2, 2020
দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি কুমার গণেশ জানিয়েছেন, ‘জামিয়া কো-অর্ডিনেশন কমিটির অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এর পিছনে রয়েছে তা দ্রুত জানা যাবে।’
সূত্রের খবর, হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন জামিয়ার প্রাক্তনী ও সিএএ বিরোধী আন্দোলনকারীরা। এক পড়ুয়া জানান, তিনি ৮ নম্বর গেটে ছিলেন, গুলির শব্দ কানে আসতেই ছুটে ৫ নম্বর গেটের দিকে যান।
আর একজন পড়ুয়া জানান, দুষ্কৃতীদের থেকে ২০ মিটার দূরে ছিলেন তিনি। তিনি জানান, দুষ্কৃতীদের মুখে কোনও স্লোগান ছিল না। গুলি চালানোর পরই কেউ ধরতে যাওয়ার আগে তারা চম্পট দেয়।
জামিয়ানগর স্টেশন হেডকোয়াটার পড়ুয়াদের আশ্বস্ত করে জানিয়েছে যে ভয়ের কোনও কারণ নেই। পুলিশ পিকেট রয়েছে। সবাইকে তল্লাশি করে তবেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকতে দেওয়া হবে। গাড়ির নম্বর দিলে তদন্তে আরও গতি আসবে।
রাতের অন্ধকারে লাল স্কুটারে লাল জ্যাকেট পরিহিত দুষ্কৃতী কি নাটকীয়ভাবে কোনও ইঙ্গিত দিতে চেয়েছিল? নাহলে এতটা সিনেম্যাটিক ভঙ্গিতে করা দুষ্কর্ম শুধু সেলুলয়েডেই দেখা যায়।
গত বৃহস্পতিবার জামিয়ার বাইরে ভর দুপুরে এক নাবালক দুষ্কৃতী পুলিশের উপস্থিতিতেই এক বিক্ষোভকারীর দিকে গুলি ছোঁড়ে। গুলি ছোঁড়ার সময় চেঁচিয়ে সে বলে “এই নে আজাদি”। এই ঘটনাও কম সিনেম্যাটিক ছিল না। অতি নাটকীয়তার মোড়কে দিল্লির অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতে একের পর এক যে অরাজনৈতিক কাণ্ড ঘটে চলেছে, তা শিক্ষার্থী মহলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584