কস্টিউম ডিজাইনার ও স্টাইলিস্টদের নিয়ে গড়ে উঠল অন্য ফোরাম

0
288

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

কস্টিউম ডিজাইনার এবং স্টাইলিস্টদের নিয়ে এবার গড়ে উঠতে চলেছে আলাদা একটি ফোরাম। বাংলা সিনেমা হোক বা ধারাবাহিক- কস্টিউম একটা বিশেষ ভূমিকা পালন করে। সঠিক কস্টিউম ছাড়া চরিত্রটিকে দাঁড় করানোও সম্ভব হয় না৷

group | newsfront.co
সংগঠিত। নিজস্ব চিত্র

ইন্ডাস্ট্রির কস্টিউম ডিজাইনার এবং স্টাইলিস্টদের ভূমিকাও তাই অনস্বীকার্য। তবে, এঁরা যে সব সময়েই ডাক পান তেমনটা হয়ত নয়। অনেক আর্টিস্টই ড্রেস ভাড়া করে কাজ চালান। অনেকেই আবার পছন্দের মানুষকে দিয়ে পোশাক তৈরি করান নিজের চরিত্রের জন্য।

তা হলে যেসব ডিজাইনাররা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তাঁদের কী হবে? এ কথা ভাবে না কেউ। তবে, আর নয় এবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আর তাই ঐক্যবদ্ধ হয়েছেন ইন্ডাস্ট্রির জনা তিরিশেক ডিজাইনার এবং স্টাইলিস্ট। গড়ে উঠেছে আরেকটি ফোরাম বা সংগঠন।

আরও পড়ুনঃ জোরকদমে চলছে শুটিং, ১৫ জুন থেকে নতুন পর্ব

designer | newsfront.co
অভিষেক রায়। ডিজাইনার

দাবি, ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত স্টাইলিস্ট এবং ডিজাইনারদের যুক্ত করতে হবে সিনেমা-সিরিয়ালের সব কাজের সঙ্গে। তাঁরাই সরবরাহ করবেন কস্টিউম।

আরও পড়ুনঃ ফিরছেন নতুন ছন্দের গিন্নিরা

দলসদস্যরা হলেন, অভিষেক রায়, সাবর্ণী দাস, অজপা মুখার্জি, দিব্যকান্তি সেন, রাজর্ষি মুখার্জি, জয়িতা রায়, জয়ন্তী সেন, সন্দীপ জয়সওয়াল, সন্দীপ স্যান্ডি ঘোষাল, অয়ন হোড়, শুভা মিত্র, শুচিস্মিতা দাশগুপ্ত, ঋতুপর্ণা ভট্টাচার্য, সুলগ্না চৌধুরী, অনুপম চ্যাটার্জি, পায়েল দত্ত, পূজা চ্যাটার্জি, প্রসেনজিৎ চক্রবর্তী, নন্দিনী সেনগুপ্ত, এলিজা ভৌমিক,পৌলমী গুপ্ত, অপু, বৈশাখী, পুনম প্যান্সি সাহা, রুমা, প্রসেন। এখনো কোনও নির্দিষ্ট নাম দেওয়া হয়নি এই সংগঠনের।

সংগঠনের তরফ থেকে ডিজাইনার অভিষেক রায় জানান, “একটা সিনেমা তৈরির সঙ্গে অনেকগুলো বিভাগ যুক্ত। আমাদের সিনেমাশিল্পে প্রায় প্রতিটি বিভাগেরই তাদের নিজস্ব সংগঠন রয়েছে। গুটিকয় বিভাগ আছে যেগুলি সংগঠিত নয়। আমরা এই দ্বিতীয় দলটির মধ্যে পড়ি।

ফলে প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হই। অনেকে এর সুযোগও নেন। নিজেদের সুরক্ষা নিজেদেরই করতে হবে, তাই এই উদ্যোগ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here