সুদীপ পাল,বর্ধমানঃ
দুর্গাপুরে তৃণমূল কাউন্সিলার তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য রাখী তেওয়ারীর বাড়িতে হামলার ঘটনার নেপথ্যে ব্যবসা।ঘটনা যেদিকে এগোচ্ছে তাতে এটাই পরিস্কার হয়ে উঠছে ক্রমশ।রাখীদেবীর স্বামী কৌশিক ওরফে রাখু এলাকায় দাপট দেখাতে শুরু করে বলে অনেকের অভিযোগ।বাড়ির হামলায় ঘটনায় অভিযুক্ত পবন প্রধান এখন পুলিশি হেফাজতে।
তার বয়ান থেকে উঠে আসছে বিভিন্ন তথ্য।কেবল কানেকশন এর ব্যবসা ছিল পবনের। কিন্তু তাতেও নজর পড়েছিল রাখুর।সিংহভাগ গ্রাহকের কানেকশন রাখু দখল নেয় বলে অভিযোগ পবনের কিন্তু কাউন্সিলারের বাড়িতে হামলা করলেন কেন? এর উত্তরে পবন জানায়, শাসকদলের অনেককে বলেও এই সমস্যার সুরাহা হয়নি। আর তাদের ব্যবসা মার খেতে বসেছে। তাই সবার নজরে আনার জন্যই এই কাণ্ড ঘটিয়েছে সে।দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
আরও পড়ুনঃ কিষানমাণ্ডিতে ধান বেচার টোকেন নিয়েও দূর্নীতি
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584