শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
প্রথমের পরে আবার দ্বিতীয়। ফের লন্ডন থেকে আসা বালিগঞ্জের যুবকের দেহে মিললো করোনা ভাইরাসের জীবানু। শুধু তিনি নন, লন্ডন থেকে ফেরা তার দুই বন্ধুরও করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে একজন পাঞ্জাব এবং একজন ছত্তিশগড়ের বাসিন্দা।

সূত্রের খবর, বালিগঞ্জের যুবক এবং তার দুই বন্ধু গত ১৩ মার্চ ওই যুবক লন্ডন থেকে ফেরেন। আদতে লন্ডনেই থাকেন ওই তরুণ। দিল্লি বিমানবন্দরে অন্তত দু-তিন ঘণ্টা কাটিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন দুই বন্ধু। তাঁরাও করোনায় আক্রান্ত বলে খবর।
আরও পড়ুনঃ করোনা আতঙ্কে পিছিয়ে গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কলেজগুলির তৃতীয় বর্ষের পরীক্ষা
মনে করা হচ্ছে, বন্ধুদের মাধ্যমেই বালিগঞ্জের তরুণের শরীরে ভাইরাস ঢুকেছে। কলকাতায় ফেরার পরই সরকারের তরফে তাঁকে সেল্ফ আইসোলেশনে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই মতো তিনি বাড়িতেই ছিলেন। কিন্তু ১৬ তারিখ থেকেই আচমকা মারাত্মক সর্দি-কাশি শুরু হয় তরুণের। করোনার অন্যান্য উপসর্গও দেখা দেয় তাঁর শরীরে। তাই দেরি না করে পরের দিনই তিনি হাসপাতালে হাজির হন।
তাঁর লালার নমুনা পরীক্ষার পর নাইসেড জানায়, তরুণ করোনায় আক্রান্ত। আপাতত বেলেঘাটা আইডির আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন তিনি। ওই যুবকের পরিবারে তাঁর বাবা-মা ভাই ছাড়াও রয়েছেন দাদু ও দিদা।
আপাতত এঁদের সকলের দেহরসের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই সঙ্গে তাঁদের রাখা হয়েছে আইসোলেশনে। কড়া নজরদারি রাখা হচ্ছে বালিগঞ্জ এলাকার ওই অভিজাত আবাসনটিকে যেখান এই পরিবারের বসবাস।
পরিবারের দাবি, লন্ডন ফেরত ওই যুবক নিজেই তাঁর ঘরে কার্যত সেলফ আইসোলেশনে চলে গিয়েছিল। কোথাও যায়নিও, কারোর সঙ্গে দেখাও করেনি। রাজ্য প্রশাসন অবশ্য এই তথ্য খতিয়ে দেখছে। দ্বিতীয় করোনা আক্রান্তের খবর সামনে আসতেই উদ্বেগে কলকাতাবাসী। তবে সরকার এবং স্বাস্থ্য দফতরের তৎপরতায় আশাবাদী আমজনতা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584