অন্য বনভোজন

0
88

নিজস্ব সংবাদদাতা, মালদহঃ

another picnic
নিজস্ব চিত্র

ইংরেজি নতুন বছরের আনন্দ সকলের মধ্যে ভাগ করে নিতে এলাকার দুঃস্থ বৃদ্ধদের নিয়ে পিকনিক করল এলাকার যুবকবৃন্দ। শুধু তাই নয় গ্রামের প্রায় দুই শতাধিক গরীব দুস্থদের হাতে তুলে দেওয়া হল শীত বস্ত্র। দুই বছর ধরে ইংরেজি নববর্ষের অনুষ্ঠান এই ভাবে পালন করছেন মালদহ জেলার হব্বিপুর থানার বাইকল বাহাদুরপুর গ্রামের বেশ কিছু যুবক।তাদের এমন অভিনব উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন এলাকার বিশিষ্টরা। গ্রামের যুবকেরা নিজেদের মধ্যে চাঁদা দিয়ে এই অনুষ্ঠান করে আসছেন।
মালদহ জেলার হব্বিপুর থানার বৈদ্যপুর পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম হিসাবে পরিচিত বাইকল বাহাদুরপুর। গ্রামের অধিকাংশ মানুষ নিম্নবৃত্ত। এলাকার গরীব দুঃস্থ ও অনাথ বৃদ্ধ বৃদ্ধাদের একটু আনন্দ দানের পরিকল্পনা গ্রহন করেন স্থানীয় কিছু যুবক। তারা নিজেদের মধ্যে কিছু চাঁদা গিয়ে গত বছর থেকে শুরু করেন এমন পিকনিকের আয়োজন।বাড়ি বাড়ি গিয়ে বৃদ্ধ ব্যাক্তিদের নিজেরায় নিয়ে আসেন।স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ময়দানে সকাল থেকে শুরু হয় রান্নার আয়োজন।দিনভোর তাদের নিয়ে চলে রান্না খাওয়াদাওয়া থেকে শুরু করে বিভিন্ন আনুষ্ঠান।এলাকার যুবকদের এমন উদ্যোগ দেখে এবার তাদের সাহায্যের হাত বাড়ান এলাকার কিছু বিশিষ্ট ব্যাক্তি।পিকনিকের পাশাপাশি দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানের অয়োজন সৌমেন রায় জয়দেব বর্মন বলেন, আমরা গত বছর থেকে এই পিকনিকের আয়োজন করে আসছি। যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের পরিবারে কেউ নেয় তাদের নিয়েই মূলত এই অনুষ্ঠান।এবছর আশেপাশের দুই থেকে তিনটি গ্রাম মিলিয়ে প্রায় একশো জন বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে পিকনিক করা হয়। এছাড়াও এদিন শতাধিক দুঃস্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুন: প্রতিষ্ঠা বার্ষিকীতে মহিলা তৃণমূল কংগ্রেসের কম্বল বিতরণ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here