মোহনা বিশ্বাস, স্পোর্টস ডেস্কঃ
বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতীয় কুস্তিগীর অংশু মালিক। প্রথম ভারতীয় মহিলা হিসেবে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের ফাইনালে রুপো জিতলেন তিনি। ২০১৬ অলিম্পিকের সোনা জিতেছিলেন আমেরিকার কুস্তিগির হেলেন লাউজি মারোউলিস।
এদিন সেই প্রাক্তন অলিম্পিয়ান চ্যাম্পিয়ন হেলেনের কাছেই ৫৭ কেজি বিভাগে পরাজিত হয়ে রুপো জিতলেন অংশু। ফাইনালের শুরুর দিকে ১-০ ফলে অংশু এগিয়ে ছিলেন। কিন্তু এই ম্যাচের দ্বিতীয়ার্ধের লড়াইয়ে ২-১ ফলে এগিয়ে যান হেলেন।
Anshu Malik becomes first Indian woman to win silver medal in Wrestling World Championships
(file photo) pic.twitter.com/jhD3cD5PaR
— ANI (@ANI) October 7, 2021
আরও পড়ুনঃ ২০১৮-র পর প্লে-অফে প্রায় নিশ্চিত নাইটরা
ফাইনালে সোনা জিততে না পারলেও অংশুর এই সাফল্যকে কুর্ণিশ জানাচ্ছে গোটা দেশ। কোয়ার্টার ফাইনালে গোড়ালিতে চোট পেয়েছিলেন অংশু। তবে হাল ছাড়েননি। কোনওভাবেই হারতে রাজি নন এই ভারতীয় কন্যা। তাই চোট নিয়েই বাকি লড়াইগুলো চালিয়ে যান অংশু মালিক। এই সাফল্যে অংশুকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584