মনিরুল হক, কোচবিহারঃ
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে এনআরসি, সিএএ-র বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি পালন করছে ধারাবাহিক ভাবে। বুধবার মাথাভাঙা ১নং ব্লকের হাজরাহাট ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার বড় দোলা পশ্চিম খাটের বাড়ি স্কুলের মাঠে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিষ্ণুব্রত বর্মন, তৃণমুলের এসসি, এসটি, ওবিসি সেলের ব্লক সভাপতি রঞ্জিত অধিকারী, তৃণমূল কংগ্রেসের কনভেনার শংকর বিশ্বাস, হাজরাহাট ২নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হাশিম আলি, সর্বানন্দ বর্মন প্রমূখ নেতৃবৃন্দ।
সভায় মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন বলেন, এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি চলছে বেশ কিছুদিন থেকে। কেন্দ্রীয় এই ভ্রান্ত নীতি কালা আইনের বিরুদ্ধে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমে আন্দোলন কর্মসূচি গ্রহণ করছে। দলীয়ভাবে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।
বিনয় বাবু আরও বলেন, অসমে যে অবস্থা চলছে সেই অবস্থা পশ্চিমবঙ্গে চালু হতে দেব না। রাজ্য সরকার এনআরসির বিরুদ্ধে, তাই সকল নাগরিকদের কাছে আবেদন করেন অসমের মত পরিস্থিতি পশ্চিমবাংলায় করতে দেওয়া হবে না, সবাই নিশ্চিন্তে থাকুন।
তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মন বলেন, এনআরসির বিরুদ্ধে গোটা কোচবিহার জেলা জুড়ে লাগাতার আন্দোলন কর্মসূচি চলছে। আমরাও এনআরসি পশ্চিমবঙ্গ হতে দেব না। এদিনের এই সভায় ব্লকের বিভিন্ন প্রান্তের তৃণমূলের কর্মী সমর্থক মিছিল করে সভাস্থলে আসেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584