নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
ইতিমধ্যেই এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রাজ্যে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি মুসলিম শারাহ কমিটির উদ্যেগে দারুযা কারবালা ময়দান থেকে মিছিল করে কাঁথি শহর পরিক্রমা করে মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি কাঁথি চৌরঙ্গি মোড়ে অবস্থান ও বিক্ষোভ করা হয়।
পরে কাঁথি মুসলিম শারাহ কমিটির সভাপতি সেক মহম্মদ আবদুল রহমান-সহ নেতৃত্বরা মহকুমা শাসকের কাছে গণ ডেপুটেশন দেন। কাঁথি মুসলিম কমিটির সভাপতি শেখ রহমান আব্দুল রহমান বলেন, যেভাবে সংবিধানের আইনকে লঙ্ঘন করে এনআরসি ও সিএবি পাস করা হয়েছে, এটা মুসলিমবিরোধী। এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছিনা। আগামী দিনে যেভাবে ইংরেজদেরকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেই রাস্তা অবলম্বন করার হুঙ্কার দেন কাঁথি মুসলিম শারাহ কমিটির সভাপতি শেখ রহমান আব্দুল রহমান।
তিনি আরও বলেন, দরকার হলে আমরা আমরণ অনশন করতে রাজি আছি।
এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঁথি মুসলিম শরাহ কমিটির সভাপতি আব্দুল রহমান, উত্তম বারিক, হাজি সাইদুল ইসলাম খান, ইসরাফিল উদ্দিন-সহ হাজি সাইদুল ইসলাম খান ও মুসলিম কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584