নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
দিল্লির আলিগড়, জামিয়া মিলিয়া, লখনউ এর নাদওয়া কলেজের পাশাপাশি এনআরসি, সিএএ, এনপিআর সব আইনের বিরোধিতা করে পথে নামল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।
এ দিন যাদবপুরের ক্যাম্পাস থেকে মিছিল জোটবদ্ধ ভাবে বেরিয়ে দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের সামনে দিয়ে যাত্রা শুরু করে। মিছিলের লক্ষ্য সিএএ-এনআরসি-সহ নাগরিকপঞ্জী সম্পর্কিত সব আইনের বিরোধিতা করা।
মিছিলে অংশ নিয়েছে এসএফআই, ইউএসডিএফ, এআইএসএ প্রমুখ ছাত্র সংগঠনগুলির সদস্য-সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও।
এ দিন মিছিলে হাঁটা আন্দোলনকারীরা সিএএ-এনআরসি-র বিরোধিতা করে বলেন, সারা দেশে সিএএ পাশ হওয়ার পর যে ত্রাস সৃষ্টি করেছে, তার বিরোধিতা করা দরকার। দিল্লিতে জামিয়া মিলিয়া, আলিগড়-সহ বিশ্ববিদ্যালয়গুলির বিক্ষোভকারীদের প্রতি প্রশাসন যে ভাবে আক্রমণ করেছে, তার থেকে পরিস্কার এদেশে কে কতটা নিরাপত্তায় আছে।
উল্লেখ্য, যাদবপুর ক্যাম্পাস থেকে বেরনো এই মিছিলে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। এ দিনই বিশ্ববিদ্যালয়ের এসএফআই ছাত্র সংগঠন আরও একটি মিছিলে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে, যার জমায়েত বিকেল ৪.৩০ টায় হওয়ার কথা।
আরও পড়ুনঃ শান্তিপূর্ণ মিছিলের শপথ নিয়ে রেড রোড থেকে হাঁটা শুরু করলেন মমতা
উল্লেখ্য, এ দিন শহরের রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে সিএএ বিরোধী মিছিল বের হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584