পিয়ালী দাস, বীরভূমঃ
সিএএ ও এনআরসি-র বিক্ষোভের আঁচ এবার বীরভূমে। রবিবার বিকেলে উত্তেজিত জনতা আচমকাই হামলা চালায় বীরভূমের লোহাপুর স্টেশনে। তছনছ করে দেওয়া হয় সম্পূর্ণ লোহাপুর স্টেশন। স্টেশন মাস্টারের ঘর থেকে শুরু করে টিকিট কাউন্টার ভেঙে গুঁড়িয়ে দেয় উত্তেজিত জনতা, প্ল্যাটফর্মের বসার চেয়ার, ফ্যান, পানীয় জলের ভ্যানডার, সমস্ত কিছু ভাঙচুর করে ফেলে দেওয়া হয় রেল লাইনের উপরে তারপরে আগুন লাগিয়ে দেওয়া হয়। লোহাপুর স্টেশন চত্বর আগুনের লেলিহান শিখায় ঢেকে যায়।
কেন্দ্রের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে হাজার দশেক মানুষ লোহাপুর স্টেশনে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরে উত্তেজিত জনতা রেললাইনের উপর বসে পড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে লক্ষ্য করে রেললাইনে পড়ে থাকা পাথর ছুড়তে শুরু করে বাধ্য হয়ে প্রাথমিকভাবে পুলিশ কিছুটা পিছিয়ে এলেও পরে নলহাটি থানা থেকে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষোভকারীদের দাবি কেন্দ্রীয় সরকার যেভাবে ভারত বর্ষ থেকে মানুষকে বের করে দেবার চক্রান্ত করেছে আমাদের এই বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ বহরমপুরে সিএএ বিরোধী মিছিল তৃণমূলের
রেল সূত্রে খবর লোহাপুর স্টেশনে টিকিট বিক্রি প্রায় ৩৫ হাজার টাকা লুট করে নিয়েছে বিক্ষোভকারীরা লোহাপুর স্টেশন সংলগ্ন সমস্ত দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। কেন্দ্রীয় সরকারের সিএএ-র বিরুদ্ধে নলহাটিতে জাতীয় সড়কের উপরে অন্য একটি বিক্ষোভকারী দল টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে সেই সময় সেখানে একটি গাড়ি বেরিয়ে যেতে গেলে গাড়িটিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। পুলিশ বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। জাতীয় সড়কের পাশেই তৃণমূল কংগ্রেসের তরফে একটি মঞ্চ করা হয়েছিল যেখান থেকে কেন্দ্রের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের ডাক দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল আচমকাই বিক্ষোভকারীরা সেই মঞ্চে হাজির হয় এবং তৃণমূল কর্মীদের মারধর করে মঞ্চ থেকে নামিয়ে দিয়ে মঞ্চটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়।
যদিও সন্ধ্যে গড়াতে বিশাল পুলিশবাহিনী গিয়ে লোহাপুর এবং নলহাটি দুটো জায়গার পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে আসে বলে বীরভূম জেলা পুলিশ সূত্রে খবর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584