দেশজোড়া সিএএ বিরোধী আন্দোলনে বাতিল ভ্রমণ পরিকল্পনা

0
33

সুদীপ পাল, বর্ধমানঃ

কথায় বলে বাঙালির পায়ের তলায় সর্ষে। বছরভর অন্তত একটি ভ্রমণ অনেকেরই নেশার মতন। কিন্তু দেশের সাম্প্রতিক অশান্তির জেরে এবারে পর্যটন ব্যবসায় ভাটা চলছে বলে জানাচ্ছেন বর্ধমানের একাধিক পর্যটন সংস্থা।

anti caa protest affect india's tourism | newsfront.co
প্রতীকী চিত্র

নতুন বুকিং তো হচ্ছেই না পুরনো যে বুকিং করা ছিল সেগুলো বাতিল করে দিচ্ছেন পর্যটকরা।বর্ধমানের একাধিক পর্যটন সংস্থার সাথে কথা বলে জানা যায়, গুয়াহাটি আসামের যে পর্যটকরা ছিলেন তাঁরা বেড়াতে যাওয়া বাতিল করছেন। উত্তরবঙ্গমুখী পর্যটকরা প্রায় সম্পূর্ণ ভাবেই বাতিল করছেন যাত্রা তার কারণ উত্তরবঙ্গের ট্রেনের অবস্থা তাতে বুকিং করতে সাহস পাচ্ছেন না পর্যটকরা।

আরও পড়ুনঃ স্থলপথে আটকে প্রকান্ড বিমান, উৎসাহীদের ভিড় এলাকায়

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা একটি বিএড কলেজ কর্তৃপক্ষ বলেন, বিএড কারিকুলামে শিক্ষামূলক ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। সাধারনত বড়দিনের এই সময়ে একটি ছোট শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়।

কিন্তু এবারে যা অবস্থা তাতে দূরে কোথাও নিয়ে যেতে ভরসা হচ্ছে না। এমনকি বর্ধমান ছাড়া অন্য জেলাতেও পড়ুয়াদের ছাড়তে চাইছে না অভিভাবকেরা। আউসগ্রামের বাসিন্দা বুদ্ধদেব কোনার বলেন, দক্ষিণ ভারত ভ্রমণের কথা ছিল।কিন্তু এই পরিস্থিতিতে তা ক্যানসেল করতে হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here