নবনীতা দত্তগুপ্ত, কলকাতাঃ
একটা কথা একটু ভেবেচিন্তে বলুন দেখি, আপনার বাড়িতে কখনও এমন কোনও পার্সেল এসেছে যেটা কে পাঠিয়েছে তা আপনিই বুঝতেই পারেননি? সেই পার্সেলটি কাকে পাঠানো হচ্ছে শুধু তার নাম আছে কিন্তু কে পাঠিয়েছে তার নাম লেখা নেই।
এরকম পার্সেল দেখলে মনের ভিতরে হাজারো প্রশ্নের উদ্রেক তো হবেই। হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত’রও। কারণ তাঁর কাছেও এসেছে নাম না জানা পার্সেল। এক নয় একাধিক। এরপর তাঁর মনের মধ্যে কী ধরনের প্রশ্নের আনাগোনা শুরু হয় তা জানা যাবে ইন্দ্রাশিস আচার্য পরিচালিত ছবি ‘দ্য পার্সেল’ দেখলে।
ঋতুপর্ণা সেনগুপ্ত’র চরিত্রের নাম ডঃ নন্দিনী। নন্দিনী এখন আর প্র্যাকটিস করে না। তার পিছনেও কারণ আছে গুচ্ছ। কিন্তু সেই কারণ যে লেখা আছে ‘পার্সল’-এ। নন্দিনীর স্বামীও ডাক্তার। এই ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায়। খুব গোলমেলে এক মানুষ। তার জীবনেও আছে তৃতীয় কোনও ব্যক্তির আনাগোনা। তবু নন্দিনীর কাছে আসা নাম না জানা পার্সেল নিয়ে তার মনে প্রশ্নের অন্ত নেই।
আরও পড়ুনঃ ‘মহানন্দা’- এক মেঘে ঢাকা তারার নাম
ইন্দ্রাশিসের এই ছবি বিভিন্ন ফেস্টিভ্যাল ঘুরে আজ মুক্তির পথে। কৃষ্ণা কয়াল এবং ঋতুপর্ণা সেনগুপ্ত’র প্রযোজনায় আজ আসছে ‘দ্য পার্সেল’।
যা মানুষ বলতে চায় কিন্তু বলতে পারে না তাই বলা আছে ‘দ্য পার্সেল’-এ। এর আগে ‘বিলু রাক্ষস’ এবং ‘পিউপা’তেও তেমনই প্রয়াস ছিল পরিচালকের৷ এবার হয়ত একটু বেশি। পরিচালক ইন্দ্রাশিস আচার্য ছবি প্রসঙ্গে এমন কথাই বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584