অমৃতা চন্দ, কোচবিহারঃ
পশ্চিমবঙ্গের সব বিধানসভা কেন্দ্রের সাথে সাথে দিনহাটা তেও অবস্থান-বিক্ষোভ এ বসলো দিনহাটার ৭ নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ।

এনআরসি ও সিএএ’র বিরোধিতা করে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে অবস্থান-বিক্ষোভের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাই সব বিধানসভা কেন্দ্রের পাশাপাশি দিনহাটাতে অবস্থান-বিক্ষোভ এ বসলো দিনহাটা ৭ নং বিধানসভা কেন্দ্রের বিধায়ক উদয়ন গুহ।
আজ সকাল ১১ টা থেকে দিনহাটার পাঁচ মাথার মোড়ে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়।
অবস্থান-বিক্ষোভ এ বিধায়ক উদয়ন গুহ ছাড়াও উপস্থিত ছিলেন চলো মন কংগ্রেস নেতা অসীম নন্দী, কাউন্সিলর গৌরীশংকর মাহেশ্বরী, তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বনাথ দে আমিন, সাবির সাহা চৌধুরী ছাড়াও আরো অন্যান্য কর্মীবৃন্দ।এই বিক্ষোভ কর্মসূচি চলবে বিকেল ৫ টা পর্যন্ত।
আরও পড়ুনঃ পাথরপ্রতিমা ব্লকে সিএএ-এনআরসি বিরোধী ধরনা কর্মসূচি পালন
অবস্থান-বিক্ষোভ মঞ্চ থেকে বিধায়ক উদয়ন গুহ বলেন, এনআরসি ও সিএএ-র বিরুদ্ধে সারা দেশের লোক রাস্তায় নেমে বিরোধিতা করছে, আমরা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মত আজকের অবস্থান বিক্ষোভ কর্মসূচি করছি, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে বলে তিনি জানান। এই আইন পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথা ও তিনি বলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584