CAA আইন বাতিলের দাবিতে রাজ্যব্যাপী এক দিবসীয় ধর্না ওয়েলফেয়ার পার্টির : উঠল বন্দিমুক্তির দাবী

0
75

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

অমীমাংসিত নাগরিকত্বের প্রসঙ্গে আশু সমাধান চেয়ে ইংরেজী নতুন বছরের শুরু থেকেই ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য শাখা একগুচ্ছ রাজনৈতিক কর্মসূচী হাতে নিয়েছে । সেই রাজনৈতিক কর্মসূচীর অঙ্গ হিসেবে কোভিড বিধিনিষেধ মেনেই আজ সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলায় CAA বিরোধী এক দিবসীয় ধর্না প্রদর্শন সম্পাদিত হলো । প্রসঙ্গত: উল্লেখ্য, ইতিপূর্বে দলের পক্ষ থেকে এই ইস্যুতে বিশিষ্ট বুদ্ধিজীবী, সমাজকর্মী ও বিভিন্ন রাজনৈতিক  নেতৃত্বদের উপস্থিতিতে কোলকাতায় দুই-দুটি আলোচনাচক্র ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এছাড়া বিগত ২০দিন যাবৎ পূর্ব মেদনীপুরের তমলুকে অনির্দিষ্ট কালের জন্য CAA, NPR, NRC বিরোধী একটি স্থায়ী ধর্নামঞ্চ লাগাতার চলছে।

anti caa protest
নিজস্ব চিত্র

 

পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান জানান, কোভিড বিধিনিষেধ মেনে এই এক দিবসীয় ধর্না কর্মসূচী পালিত হচ্ছে জেলায় জেলায়। এদিন সর্বত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয় এবং ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে বলা হয় CAA বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।  পার্টির রাজ্য সভাপতি শ্রী মনসা সেন এদিনের কর্মসূচী বিষয়ে বলেন, “সংবিধান বাঁচানোর যে আন্দোলন চলছে তা ভারতবাসী হিসেবে আমাদের নৈতিক কর্তব্য।“ CAA বিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া সকল বন্দীদেরও অবিলম্বে মুক্তির দাবি তোলেন তিনি।

আরও পড়ুনঃ হাটপাড়া এলাকায় লরি ও গ্যাস ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ১ টোটো চালক

রাজ্যব্যাপী ওয়েলফেয়ার পার্টির এদিনের এক দিবসীয় ধর্না কর্মসূচী সর্বত্র শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয় । তবে, CAA, NPR, NRC বাতিল না হলে আগামীতে দলটি বৃহত্তর আন্দোলনের কর্মসূচী হাতে নিতে প্রস্তুত বলে দলীয় সূত্রে জানা যায় । মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুরের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সহ-সভাপতি মাহফুজুর রহমান,উত্তর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার জেলা সভাপতি হামিদ সেখ,ভারপ্রাপ্ত জেলা সভাপতি এম.এ.হান্নান,জেলা সম্পাদক মহঃ আসাদুল্লাহ ও আবেদ হোসেন,জেলা ট্রেজারার মনিরুল ইসলাম প্রমুখ ব্যক্তিত্ব। অন্যান্য সব জেলাতেই জেলা ও রাজ্য স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন জেলাভিত্তিক ধর্না মঞ্চে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here