দেশের বাইরেও সিএএ বিরোধী বিক্ষোভ, শাহ-মোদী নিন্দায় মুখর পরিচালক-অভিনেতারা

0
114

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

caa protest outside of country | newsfront.co
সংবাদ চিত্র

সিএএ-এনআরসি নিয়ে প্রতিবাদের ফল বিক্ষোভকারীদের কিভাবে ভুগতে হয়েছে তার সাক্ষী ইতিমধ্যেই দেশবাসী করেছে। তবে একই সাথে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ ভারত-সহ অন্যান্য দেশেও হচ্ছে। ইতিমধ্যেই দেশের এবং দেশের বাইরের বিভিন্ন সেলিব্রিটি প্রশাসনের এই ‘ফ্যাসিজমের’ তীব্র নিন্দা করেছেন।

তামিল অভিনেতা সিদ্ধার্থ যিনি বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের তীব্র বিরোধিতা করে থাকেন, তিনি টুইট করেছেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, কৃষ্ণ-অর্জুন নয়, তারা যেন শকুনি-দুর্যোধন। পাশাপাশি তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হওয়া অকথ্য অত্যাচারের তীব্র বিরোধিতা করেছেন।

আরও পড়ুনঃ সিএএ-বিরোধী তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা কানকিতে

অন্যদিকে পরিচালক অনুরাগ কাশ্যপ বিজেপি সরকারের এই যথেচ্ছাচারকে ‘ফ্যাসিজম’ বলেছেন। তাঁর কথায়, দেশের যুব সম্প্রদায়ের আওয়াজ যেভাবে দমানর চেষ্টা করা হচ্ছে তাতে তিনি ক্ষুব্ধ। একই সাথে অভিনেতা রাজকুমার রাও এই ঘটনার চরম বিরোধিতা করেছেন।

আরও পড়ুনঃ সিএএ বিক্ষোভাকারীরা ‘মুসলিম’, পোশাকের ভিত্তিতে অনৈতিক বিচার প্রধানমন্ত্রীর

বাদ যাননি হলিউড অভিনেতা জন কুস্যাকও। তিনি তাঁর টুইটারে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে হওয়া ‘ভ্যান্ডালিজম’ এর একটি ভিডিও নমুনা পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, পুলিশ ক্যাম্পাসে ঢুকে শৌচালয়ের আয়না ভেঙেছে, তাতে দুজন শিক্ষার্থী জখম হয়ে বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছেন।

অন্যদিকে ক্যালিফোর্ণিয়ার সান্টা ক্লারাতে হওয়া সিএএ-র বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন সাউথ এশিয়ান ঐতিহাসিকবিদ পিটার ফ্রেডরিক। তিনিও তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন টুইট পোস্টে।

সারা পৃথিবীতে মোদী সরকারের নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগুন জ্বলছে। প্রশাসন জায়গায় জায়াগায় ইন্টারনেট এবং ফোন পরিষেবা বন্ধ করে পরিস্থিতি শান্তিপূর্ণ করার যে ভণ্ড চেষ্টা করছে, তা নিয়েও আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here