নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
সিএএ-এনআরসি নিয়ে প্রতিবাদের ফল বিক্ষোভকারীদের কিভাবে ভুগতে হয়েছে তার সাক্ষী ইতিমধ্যেই দেশবাসী করেছে। তবে একই সাথে এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ ভারত-সহ অন্যান্য দেশেও হচ্ছে। ইতিমধ্যেই দেশের এবং দেশের বাইরের বিভিন্ন সেলিব্রিটি প্রশাসনের এই ‘ফ্যাসিজমের’ তীব্র নিন্দা করেছেন।
— John Cusack (@johncusack) December 16, 2019
তামিল অভিনেতা সিদ্ধার্থ যিনি বরাবরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের তীব্র বিরোধিতা করে থাকেন, তিনি টুইট করেছেন, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, কৃষ্ণ-অর্জুন নয়, তারা যেন শকুনি-দুর্যোধন। পাশাপাশি তিনি জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হওয়া অকথ্য অত্যাচারের তীব্র বিরোধিতা করেছেন।
আরও পড়ুনঃ সিএএ-বিরোধী তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা কানকিতে
These two are not Krishna and Arjuna. They are Shakuni and Duryodhana.
Stop attacking #universities! Stop assaulting #students! #JamiaMilia #JamiaProtest— Siddharth (@Actor_Siddharth) December 16, 2019
অন্যদিকে পরিচালক অনুরাগ কাশ্যপ বিজেপি সরকারের এই যথেচ্ছাচারকে ‘ফ্যাসিজম’ বলেছেন। তাঁর কথায়, দেশের যুব সম্প্রদায়ের আওয়াজ যেভাবে দমানর চেষ্টা করা হচ্ছে তাতে তিনি ক্ষুব্ধ। একই সাথে অভিনেতা রাজকুমার রাও এই ঘটনার চরম বিরোধিতা করেছেন।
আরও পড়ুনঃ সিএএ বিক্ষোভাকারীরা ‘মুসলিম’, পোশাকের ভিত্তিতে অনৈতিক বিচার প্রধানমন্ত্রীর
California stands against #CABBill2019. I was humbled by the chance to join #CABProtests in Santa Clara. There must have been 200 people there. Muslims. Kashmiris. Sikhs. Christians. Dalits. Hindus. Even me. We raised united voices against fascism.#CitizenshipBill #CABPolitics pic.twitter.com/9e2f2m6N23
— Pieter Friedrich (@FriedrichPieter) December 16, 2019
This has gone too far.. can’t stay silent any longer . This government is clearly fascist .. and it makes me angry to see voices that can actually make a difference stay quiet ..
— Anurag Kashyap (@anuragkashyap72) December 16, 2019
বাদ যাননি হলিউড অভিনেতা জন কুস্যাকও। তিনি তাঁর টুইটারে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে হওয়া ‘ভ্যান্ডালিজম’ এর একটি ভিডিও নমুনা পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, পুলিশ ক্যাম্পাসে ঢুকে শৌচালয়ের আয়না ভেঙেছে, তাতে দুজন শিক্ষার্থী জখম হয়ে বেহুঁশ অবস্থায় পড়ে রয়েছেন।
I strongly condemn the violence that the police have shown in dealing with the students. In a democracy the citizens have the right to peacefully protest.I also condemn any kind of act of destruction of the public properties. Violence is not the solution for anything!
— Rajkummar Rao (@RajkummarRao) December 16, 2019
We know the truth. We know that Hitler always loses.
Jo Hitler ka raj karega, vo Hitler ki maut marega.
Those who rule like Hitler will meet Hitler's end.#CABBill2019 #CABProtests pic.twitter.com/CwC3T0BAZr
— Pieter Friedrich (@FriedrichPieter) December 16, 2019
অন্যদিকে ক্যালিফোর্ণিয়ার সান্টা ক্লারাতে হওয়া সিএএ-র বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন সাউথ এশিয়ান ঐতিহাসিকবিদ পিটার ফ্রেডরিক। তিনিও তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন টুইট পোস্টে।
সারা পৃথিবীতে মোদী সরকারের নেওয়া এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগুন জ্বলছে। প্রশাসন জায়গায় জায়াগায় ইন্টারনেট এবং ফোন পরিষেবা বন্ধ করে পরিস্থিতি শান্তিপূর্ণ করার যে ভণ্ড চেষ্টা করছে, তা নিয়েও আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584