ওয়েব ডেস্কঃ
উইঘুর প্রজাতির মুসলিমদের ‘ডিটেনশন ক্যাম্পে’ আটক করে চীনের ‘কনসেন্ট্রেশন ক্যাম্প’কে সমর্থন করলেন
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সলমন ।
জাতীয় নিরাপত্তার স্বার্থে চীনের অধিকার আছে সন্ত্রাসবাদ বিরোধী এবং উগ্রবাদ বিরোধী কর্মসূচি চালিয়ে যাওয়ার-উইঘুর প্রজাতির মুসলিমদের ক্যাম্পে আটকে রাখা প্রসঙ্গে চীনের পাশে এভাবেই দাঁড়ালেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।এক চীনা টিভিকে সাক্ষাৎকারের সময় তিনি এ মন্তব্য করেন বলে জানা যায়।
চীনা প্রেসিডেন্ট জি জিনপিং শুক্রবার জানান যে দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক এবং উগ্রবাদ প্রশমন করতে দীর্ঘ আলোচনা হয়েছে।
সাম্প্রতিক বারবার খবরের শিরোনামে উঠে এসেছে পশ্চিম চীনে বসবাসকারী উইঘুর প্রজাতির মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখার খবর।উইঘুর প্রজাতির প্রতিনিধিরা সৌদি যুবরাজকে অনুরোধ করে তাদের অধিকার নিয়ে দাবি তুলতে।
কিন্তু বিশ্ব মুসলিম নেতৃত্ব চীনের সঙ্গে এবিষয়ে কথা বার্তা বলতে খুব বেশি আগ্রহ দেখায়নি। কিছুদিন আগে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান উইঘুর প্রজাতির মুসলিমদের করুন অবস্থা বর্ণনা করে বেজিংএর সমালোচনা করলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সম্বন্ধে বেশি কিছু জানেন না বলে এড়িয়ে যান। কিন্তু চীন সফরে গিয়ে সৌদি যুবরাজ উইঘুর প্রজাতির মুসলিমদের নিয়ে চীনের অবস্থান সমর্থন করলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584